যে ক্রিকেটারদের উত্থানে পেছনের নায়ক রতন টাটা
রতন টাটা; ভারতের জনগণের কাছে প্রিয় এক শিল্পপতির নাম। গতকাল বুধবার শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ক্রীড়াঙ্গনেও তার মৃত্যুতে পড়েছে উল্লেখযোগ্য ছাপ। শোকবার্তা জানিয়েছেন শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহসহ ক্রিকেটের নামী-দামী সব ব্যক্তিত্বই। তাকে স্মরণ করবেনই না বা কেন, ভারতের ক্রিকেটের জন্য যে অনেক অবদান এই রতন টাটার!
ক্রিকেটারদের খেলার জন্য একটি প্ল্যাটফর্ম করে দেওয়া হোক কিংবা ভারতীয় ক্রিকেটের বিভিন্ন দুঃসময়ে বিজ্ঞাপন দিয়ে সহায়তা করা হোক; রতন টাটার প্রতিষ্ঠান টাটা গ্রুপ সবসময়েই সহায়ক স্তম্ভের ভূমিকা পালন করে এসেছে। ভারতের গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী টাটা গ্রুপের কয়েকটি অবদান বর্ণনা করা হলো-
উদীয়মান ক্রিকেটারদের জন্য টাটা গ্রুপ
ভারতের সাবেক ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ারকে সহায়তা করেছিল টাটা গ্রুপের প্রতিষ্ঠান টাটা মটরস। এছাড়া সাবেক তারকা সব ক্রিকেটার মহিন্দর অমরনাথ, সঞ্জয় মাঞ্জরেকার, রবিন উথাপ্পা ও ভিভিএস লক্ষণদের ক্যারিয়ারের উন্নতির পেছনে বড় অবদান রেখেছে টাটা গ্রুপের আরেক প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া।
এমনকি টাটা গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান ইন্ডিয়ান এয়ারলাইনস সহায়তা করতে চেয়েছে জাভাগল শ্রীনাথ, হরভজন সিং, যুবরাজ সিং ও মোহাম্মদ কাইফদের মতো ভারতীয় জাতীয় দলে খেলা ক্রিকেটারদের। ক্রিকেটার হিসেবে নিজেদের ক্যারিয়ার আগানোর জন্য টাটা গ্রুপের সহায়তা পেয়েছেন বর্তমানে খেলা শার্দুল ঠাকুর (টাটা পাওয়ার) ও জয়ন্ত যাদবরা (এয়ার ইন্ডিয়া)।
সংকটময় সময়ে আইপিএল স্পনসরশিপ
ক্রিকেটারদের বিভিন্ন সংস্থার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে ক্যারিয়ারে উন্নতি করানোর পাশাপাশি প্রতিভা প্রদর্শনের জন্য বিভিন্ন প্লাটফর্মও তৈরি করে দিয়েছে টাটা গ্রুপ। এছাড়াও কয়েক দশক ধরে বিভিন্ন ক্রিকেট ইভেন্টে স্পনসর করে আসছে প্রতিষ্ঠানটি। ১৯৯৬ সালে টাটা গ্রুপের সহযোগিতায় শুরু হয়েছিল টাইটান কাপ।
চীনা ফোন প্রস্তুতকারক কোম্পানি ভিভো ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনার জন্য তাদের শিরোনাম স্পনসরশিপ প্রত্যাহার করার পরে স্পনসর হয়ে আইপিএল মাঠে নামানোর জন্য ঝাঁপিয়ে পড়ে টাটা গ্রুপ। আইপিএলের প্রসারে টাটার সমর্থন প্রতি মৌসুমেই বাড়ছে। ২০২৪ সালের আসর শুরুর আগে লিগটির সঙ্গে ৪ বছরের জন্য আড়াই হাজার কোটি টাকার ইতিহাস সৃষ্টিকারী চুক্তি করে টাটা।
শুধু পুরুষ ক্রিকেটেই রতন টাটা সহায়তা করতেন, এমন না। নারী আইপিএলেও টাটা গ্রুপ ব্যাপক সহায়তা করে। ২০২৩ সালে এই লিগটি চালুর সময়ও এই গ্রুপটি সমর্থন দেয়। ২০২৭ সাল পর্যন্ত টাটা গ্রুপ উইমেন প্রিমিয়ার লিগকে (ডব্লিউপিএল) স্পনসর করবে।