ট্রিপল সেঞ্চুরি করে শেবাগের রেকর্ড ভাঙলেন ব্রুক

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০২৪, ১৬:১৯
শেয়ার :
ট্রিপল সেঞ্চুরি করে শেবাগের রেকর্ড ভাঙলেন ব্রুক

টেস্ট ক্রিকেটে ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুকে রানের ‘পাগলা ঘোড়া’ ছুটছে দুর্দমনীয় গতিতে। পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে নামার আগেই তার গড় ছিল পঞ্চাশের ওপরে। মাত্র ১৮ ম্যাচের ক্যারিয়ারেই পেয়ে গেছেন ৫টি সেঞ্চুরি। আজ মুলতানে পাকিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি পেয়ে গেলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। তাতে নিজের টেস্ট ক্যারিয়ার আরও সমৃদ্ধ করলেন ব্রুক। 

মুলতান টেস্টের চতুর্থ দিনে শেষ পর্যন্ত ৩২২ বলে ৩১৭ রান করে আউট হয়েছেন ব্রুক। ট্রিপল সেঞ্চুরি ছুঁয়েছেন মাত্র ৩১০ বলে। বিশাল এই ইনিংস খেলার পথে ২৮টি চারের পাশাপাশি ৩টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি। মাত্র ষষ্ঠ ইংলিশ ব্যাটার হিসেবে তিন শ রানের মাইলফলক স্পর্শ করলেন ব্রুক। 

মুলতানে ট্রিপল সেঞ্চুরি করে ২০ বছর ধরে অক্ষত ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের একটি রেকর্ডও ভেঙেছেন ব্রুক। এতদিন মুলতানে একমাত্র ট্রিপল সেঞ্চুরি ছিল শেবাগের। পাকিস্তানের বিপক্ষে ৩০৯ রানের ইনিংস খেলেছিলেন ভারতের সাবেক এই বিস্ফোরক ওপেনার। এবার ভেন্যুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডে শেবাগকে ছাড়িয়ে গেলেন ব্রুক। 

পাকিস্তান সবসময়ই ব্রুকের প্রিয় প্রতিপক্ষ। ২০২২ সালে পাকিস্তান সফরে টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় ইংল্যান্ড। সেবার তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ব্রুক। ইংলিশ ব্যাটারদের মধ্যে ট্রিপল সেঞ্চুরির তালিকায় ব্রুক জায়গা করে নিলেন অ্যান্ডি স্যান্ডহাম, লেন হাটল, ওয়ালি হ্যামন্ড, গ্রাহাম গুচ ও বিল এডরিচের পাশে। 

ব্রুকের আগে ইংল্যান্ডের হয়ে সবশেষ ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গুচ। ভারতের বিপক্ষে লর্ডসে ৩৩৩ রান করেছিলেন সাবেক এই অধিনায়ক।