৪৫৪ রানের জুটিতে রেকর্ড বই এলোমেলো করলেন রুট-ব্রুক

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০২৪, ১৫:৫৭
শেয়ার :
৪৫৪ রানের জুটিতে রেকর্ড বই এলোমেলো করলেন রুট-ব্রুক

পাকিস্তানের ওপর রানের বোঝা চাপিয়ে রেকর্ড বই এলোমেলো করেছেন ইংল্যান্ডের দুই ব্যাটার জো রুট ও হ্যারি ব্রুক। মুলতানে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৫৫৬ রানের জবাবে ৭ উইকেটে ৮২৬ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। বিশাল এই ইনিংসের পথে চতুর্থ উইকেটে ৪৫৪ রানের চোখধাঁধানো জুটি গড়েন রুট ও ব্রুক। 

টেস্ট ক্রিকেট শুরু হয়েছিল ১৮৭৭ সালে। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে এই প্রথম চতুর্থ উইকেটে ৪৫০-এর বেশি রানের জুটি দেখা গেল। এর আগে চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটি ছিল ৪৪৯ রানের। ২০১৫ সালে হোবার্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জুটি গড়েন অস্ট্রেলিয়ার শন মার্শ ও অ্যাডাম ভোজেস। 

এছাড়া ৪৫৪ রানের এই জুটি নিজ দেশের বাইরে যেকোনো উইকেট মিলিয়েই সর্বোচ্চ। এর আগে বিদেশের মাঠে সর্বোচ্চ জুটি ছিল ৪৫১ রানের। ১৯৪ সালে দ্য ওভালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটাররা। এছাড়া পাকিস্তানের বিপক্ষে যেকোনো উইকেটে এটি ইংল্যান্ডের সর্বোচ্চ রানের জুটি। 

যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি এখনো শ্রীলংকার দুই ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের দখলে। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ৬২৪ রানের জুটি গড়েছিলেন এই দুজন। 

টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি

৬২৪- মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা (শ্রীংলকা) বনাম দক্ষিণ আফ্রিকা, কলম্বো; ২০০৬

৫৭৬- সনাৎ জয়াসুরিয়া ও রোশান মহানামা (শ্রীলংকা) বনাম ভারত, কলম্বো; ১৯৯৭

৪৬৭- মার্টিন ক্রো ও আন্দ্রে জোনস (নিউজিল্যান্ড) বনাম শ্রীলংকা, ওয়েলিংটন; ১৯৯৯

৪৫৪- জো রুট ও হ্যারি ব্রুক (ইংল্যান্ড) বনাম পাকিস্তান, মুলতান; ২০২৪