মোবাশ্বের মোনেম পিএসসির নতুন চেয়ারম্যান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে প্রতিষ্ঠানটির চার সদস্য নিয়োগ পেয়েছেন। তারা হলেন- ড. নুরুল কাদির, ডা. মো. আমিনুল ইসলাম, ড. মো. নাজমুল আমিন মজুমদার ও মো. সুজায়েত উল্লাহ। গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র দেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ ১৩ সদস্য। এরপরই নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বলেন, দুজন ছাড়া চেয়ারম্যানসহ সব সদস্যই একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। অনুপস্থিত থাকায় দুজন সদস্যের পদত্যাগপত্র এখনও আনুষ্ঠানিকভাবে জমা হয়নি।
পিএসসির সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুধবার যারা পদত্যাগপত্র জমা দেননি, তারা বৃহস্পতিবারের মধ্যে তা জমা দেবেন। যারা জমা দিয়েছেন, তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক
অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সোহরাব হোসাইনকে পিএসসির চেয়ারম্যান হিসেবে ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই বছরের ২১ সেপ্টেম্বর তিনি কর্মস্থলে যোগ দেন। আগামী বছরের ২১ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান মোবাশ্বের মোনেম লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। সাসেক্স বিশ্ববিদ্যালয় ও হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় উভয়েই পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশে সরকারি খাত ব্যবস্থাপনা ও উন্নয়ন অনুশীলন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আরও পড়ুন:
বৃহত্তম হিমশৈল
পদত্যাগ করা পিএসসির সদস্যরা হলেন- সাবেক জ্যেষ্ঠ সচিব ফয়েজ আহম্মদ, সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা, সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রশিদ, অধ্যাপক মুবিনা খন্দকার, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক জ্যেষ্ঠ সচিব কেএম আলী আজম, সাবেক সচিব খলিলুর রহমান, মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, সাবেক জ্যেষ্ঠ সচিব মাকছুদুর রহমান, সাবেক সচিব নাজমানারা খাতুন, এন সিদ্দিকা খানম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে।
আরও পড়ুন:
কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম