বাঁচা-মরার লড়াইয়ে এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০২৪, ১৯:০৬
শেয়ার :
বাঁচা-মরার লড়াইয়ে এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুরুটা বাজে হয়েছে বাংলাদেশের। গোয়ালিয়রে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় তারা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে সফরকারীরা। আজ বুধবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুদল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। 

টাইগারদের জন্য এটি সিরিজ বাঁচানোর ম্যাচ। কেননা হারলেই যে এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশা ধূলিসাৎ হয়ে যাবে তাদের। বাঁচা-মরার এই লড়াইয়ে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। পেসার শরিফুল ইসলামের জায়গায় খেলছেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। অন্যদিকে একই দল নিয়ে মাঠে নামছে ভারত। 

আজ দ্বিতীয় ম্যাচটি জিতলে সিরিজে সমতা ফিরবে। ফলে শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হবে। ১২ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের ম্যাচটি জিতলেই প্রথমবার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। পাশাপাশি মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি থেকে বিদায়টাও হবে রঙিন। 

দিল্লিতে অতীত সুখস্মৃতি আছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়া একমাত্র জয়টি এসেছিল এই দিল্লিতেই। ২০১৯ সালের সফরে অরুণ জেটলি স্টেডিয়ামে ৭ উইকেটে জিতেছিলেন লাল-সবুজরা। এছাড়া মুখোমুখি হওয়া বাকি ১৪টি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। 

দুই দলের একাদশ

ভারত: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব ও আরশদীপ সিং। 

বাংলাদেশ: লিটন দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।