ইতিহাস গড়া রুট এখন ইংলিশ চূড়ায়
ইংলিশ ক্রিকেটার জো রুটের ব্যাট যেন যাদুর কাঠি। ক্রিকেটের বাইশ গজে নামলেই যেটি সাফল্য এনে দেয় দুহাত ভরে। আজ বুধবার পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি আদায় করে নিয়েছেন তিনি। এরই মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। একই দিনে ইংলিশ ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ টেস্ট রানের কীর্তিও গড়লেন রুট।
১২ হাজার ৪৭২ রান নিয়ে এতদিন টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কুক। পাকিস্তানের বিপক্ষে আজ মুলতানে সেঞ্চুরি আদায় করা রুট তাকে ছাড়িয়ে গেলেন। মাত্র ১৪৭ টেস্ট ও ২৬৮ ইনিংসে এই কীর্তি গড়লেন রুট। অন্যদিকে কুক খেলেছেন ১৬১ টেস্ট ও ২৯১ ইনিংস। এর আগে ইংলিশদের হয়ে টেস্টে কুকের করা সেঞ্চুরির রেকর্ডও ভেঙেছেন রুট।
২০১৯ সাল থেকে শুরু হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই সময়ে ৫৯ ম্যাচের মধ্যে ৫ হাজার রান ছাড়ালেন রুট। এই তালিকায় তার অনেক পেছনে অন্যরা। ৩ হাজার ৯০৪ রান নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন। আর ৩ হাজার ৪৮৪ রান নিয়ে তিনে লাবুশেনের সতীর্থ স্টিভেন স্মিথ।
এদিকে, টেস্টে এক ক্যালেন্ডার বছরে হাজার রান ছাড়ানোর রেকর্ডও গড়েছেন রুট। এই বছর নিয়ে মোট ৫ বছরে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন রুট। আর এক বছর হাজার রানের মাইলফলক স্পর্শ করলেই তিনি ছুঁয়ে ফেলবেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।
৬ ক্যালেন্ডার বছরে নূন্যতম ১ হাজার টেস্ট রান পেয়েছেন শচীন। রুটের সমান পাঁচবার করে এমন কীর্তি গড়েছেন ব্রায়ান লারা, ম্যাথু হেইডেন, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ও অ্যালিস্টার কুক।