ভিন্ন ভূমিকায় ফুটবলে ফিরলেন ক্লপ

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০২৪, ১৬:৪৯
শেয়ার :
ভিন্ন ভূমিকায় ফুটবলে ফিরলেন ক্লপ

প্রধান কোচ হিসেবে জার্গেন ক্লপ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল ছেড়েছেন গত মৌসুমের শেষেই। এরপর নতুন কোনো ক্লাবেই যোগ দেননি তিনি। এবার ভিন্ন ভূমিকায় ফুটবলে ফিরলেন এই জার্মান। এনার্জি ড্রিংকস কোম্পানি রেড বুলের ‘গ্লোবাল সকার প্রধান’ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। 

রেড বুল বিশ্বের বেশ কয়েকটি ফুটবল ক্লাবের মালিক। এর মধ্যে আছে- জার্মানির আরবি লাইপজিগ, অস্ট্রিয়ার রেড বুল সালসবার্গ, মেজর লিগ সকারের নিউ ইয়র্ক রেড বুলস, ব্রাজিলের রেড বুল ব্রাগানচিনো। 

এসব ক্লাবের কৌশলগত বিষয়গুলো দেখবেন ক্লপ। এছাড়াও রেড বুলের দর্শন ছড়িয়ে দিতে ক্রীড়া পরিচালকদের সঙ্গে কাজ করবেন তিনি। এছাড়াও কোচদের প্রশিক্ষণ ও উন্নয়নেও ভূমিকা পালন করবেন তিনি। 

আজ বুধবার ক্লপকে দায়িত্বে বসানোর ঘোষণা দিয়েছে রেড বুল। তবে তিনি দায়িত্ব পালন করবেন আগামী ১ জানুয়ারি থেকে। 

২০১৫ সালে প্রধান কোচ হিসেবে লিভারপুলের দায়িত্ব নেন ক্লপ। এসেই দারুণ ম্যাজিকে ব্যর্থতায় ঘুরপাক খেতে থাকা লিভারপুলকে আলোর দিশা দেখাতে থাকেন তিনি। ৩০ বছরের খরা কাটিয়ে লিভারপুলকে ২০১৯-২০ মৌসুমে শিরোপা জেতান কোচ ক্লপ। তার আগের মৌসুমে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা চ্যাম্পিয়ন্স লিগও জেতান ৫৬ বছর বয়সী ক্লপ। 

২০২৬ সাল পর্যন্ত লিভারপুলে থাকার কথা ছিল ক্লপের। তবে গত মৌসুম শেষের আগেই ক্লাব ছাড়ার ঘোষণা দেন তিনি।