ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন পালমার
সমর্থকদের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন কোল পালমার। জুড বেলিংহ্যাম ও বুকায়ো সাকাকে পেছনে ফেলে সেরা হন চেলসির এই তরুণ উইঙ্গার।
মঙ্গলবার ২০২৩-২৪ মৌসুমের সেরা হিসেবে পালমারের নাম ঘোষণা করে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।
ফরোয়ার্ড পালমারের গত নভেম্বরে মাল্টার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচ দিয়ে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়। অভিষেকের পর থেকে দ্রুতই দলে নিজের ছাপ রাখতে শুরু করেন তিনি। দেশের হয়ে প্রথম গোলের স্বাদ পান গত মে মাসে বসনিয়ার বিপক্ষে।
পরে ইউরোর ফাইনালে তার গোলেই সমতা ফিরিয়েছিল ইংল্যান্ড। যদিও ম্যাচটি শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে নেয় স্পেন। এর আগে সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে অলিভার ওয়াটকিন্সের জয়সূচক গোলে সহায়তা করেছিলেন পালমারই।
২২ বছর বয়সী এই তারকার ক্লাব চেলসির হয়েও সময়টা দারুণ কাটছে। ম্যানচেস্টার সিটিতে হতাশাময় তিন মৌসুমের পর চেলসিতে পাড়ি জমিয়ে গত মৌসুমে ২২ গোল করেন তিনি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে সাত ম্যাচে ছয় গোল হয়ে গেছে।