‘দুর্বল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে হার্দিককে মাপা যাবে না’

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২৪, ২১:৫১
শেয়ার :
‘দুর্বল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে হার্দিককে মাপা যাবে না’

বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হার্দিক পান্ডিয়ার ফিনিশিং ছিল চোখধাঁধানো। মাত্র ১৬ বলে ৩৯ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন তিনি। এর মধ্যে জয়ের মুহূর্তে টানা দুইটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। বল হাতে পুরো ৪ ওভার শেষ করে মাত্র ২৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। 

ম্যাচের সেরা বোলার হয়েছেন পেসার আরশদীপ সিং। মাত্র ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। তবে হার্দিকের ফিনিশিংই ম্যাচের চিত্র ফুটিয়ে তুলেছে। যদিও ভারতের সাবেক পেসার আরপি সিং বলেছেন, বাংলাদেশের বিপক্ষে এই পারফরম্যান্স দিয়ে হার্দিককে মাপা যাবে না। কারণ হিসেবে বাংলাদেশকে দুর্বল প্রতিপক্ষ হিসেবে আখ্যা দিয়েছেন আরপি। 

আজ মঙ্গলবার গণমাধ্যমকে আরপি বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্স দিয়ে একজন খেলোয়াড়ের ফর্ম বিচার করা ঠিক নয়। তারা (বাংলাদেশ) যেভাবে খেলছে, সেটি এই মুহূর্তে সর্বোচ্চ স্তরের সঙ্গে যায় না।’

আরপি সিংয়ের মতে, বাংলাদেশ ভারতকে ইনিংসের কোনো অংশেই এমন কোনো চ্যালেঞ্জে ফেলতে পারেনি যে পান্ডিয়াকে নিজের সেরাটা দিতে হতো। আরপির ভাষ্য, ‘এমন কিছু সময় আছে যখন আপনি কোনো চাপ অনুভব করবেন না। কারণ, আপনি জানেন যে আপনার দল জয়ের খুব কাছাকাছি ও লক্ষ্যে পৌঁছানোর জন্য খুব বেশি রানের দরকার হবে না। বাংলাদেশ ম্যাচে এমন কোনো পরিস্থিতি তৈরি করতে পারেনি যে তাকে ম্যাচ ধরতে হতো এবং শেষ করে আসতে হতো।’

যদিও পান্ডিয়া যে তার বোলিংয়ের ৪ ওভারের কোটা পূরণ করতে পেরেছেন এজন্য খুশি আরপি। বছরের শুরুতে ইনজুরিতে পড়ার পর শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে পান্ডিয়া খেলতে পারবেন কি না সেটি নিয়েই প্রশ্ন ছিল। 

আরপি বলেন, ‘যেটা দেখতে ভালো লেগেছে সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া চার ওভার বল করছেন। তিনি তার পুরো কোটা বোলিং করতে পারবেন কি না তা নিয়ে সবসময় প্রশ্ন ছিল কিন্তু তিনি এখন সেটা ভালো করছেন। তার ব্যাটিং সবসময় ভালো ছিল, তার বোলিং এবং ফিটনেস আরও উন্নতি হয়েছে। এককভাবে বাংলাদেশ দলের সঙ্গে পারফরম্যান্স দেখে আমি আশান্বিত হতে চাই না। সামনে এখনো অনেক বাস্তব পরীক্ষা বাকি আছে।’