ইউনাইটেডকে দুঃসংবাদ দিলেন ম্যাগুয়ের
ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় যেন কাটছেই না। লিগের পয়েন্ট টেবিলে ৭ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট তাদের। আছে টেবিলের ১৪ নম্বরে। তার উপর আবারও দুঃসংবাদ পেল তারা। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন দলটির রক্ষণভাগের ফুটবলার হ্যারি ম্যাগুয়ের।
চোটের খবর নিজেই জানিয়েছেন ম্যাগুয়ের। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই ইংলিশ ডিফেন্ডার জানান, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকা লাগবে তার।
গত রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যাস্টন ভিলার সঙ্গে গোলশূন্য ড্র করে ইউনাইটেড। ম্যাচের শেষ দিকে দলের দুই চিকিৎসকের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। দ্বিতীয়ার্ধে আর মাঠেই নামতে পারেননি তিনি।
চলমান মৌসুমে এখনো পর্যন্ত ইউনাইটেডের হয়ে ৯ ম্যাচ খেলেছেন ম্যাগুয়ের। আন্তর্জাতিক ফুটবল বিরতির পর প্রিমিয়ার লিগে আগামী ১৯ অক্টোবর ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে রেড ডেভিলসরা। অন্যান্য প্রতিযোগিতায়ও হতাশ করে চলেছে এরিক টেন হাগের দল। গত বৃহস্পতিবার পর্তুগিজ ক্লাব পোর্তোর সঙ্গে ৩-৩ গোলে ড্র করে ম্যানচেস্টারের এই ক্লাবটি।