বাংলাদেশের বিপক্ষে ‘১৫০’-এর বেশি গতি কেন দেননি মায়াঙ্ক

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২৪, ১৬:৫৯
শেয়ার :
বাংলাদেশের বিপক্ষে ‘১৫০’-এর বেশি গতি কেন দেননি মায়াঙ্ক

সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতির ঝড় তুলে আলোচনায় আসেন ভারতের পেসার মায়াঙ্ক যাদব। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে নিয়মিতই বল করেছেন ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে। একবার তো ১৫৬.৭ কিলোমিটার গতিও তুলেছিলেন। 

আইপিএলে দাপট দেখিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারত দলে ডাক পান মায়াঙ্ক। যদিও আইপিএলের পর মাঝের সময়টুকু ইনজুরিতে ছিলেন তিনি। গত রবিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচ খেলেন এই তারকা। তবে এদিন ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করেননি মায়াঙ্ক। তার বলে গতি ছিল ১৩৫ থেকে ১৫০ কিলোমিটারের মধ্যে। 

নিয়মিতই যিনি ১৫০-এর বেশি গতিতে বল করতেন, তার হঠাৎ কী হলো; এমন প্রশ্ন জেগেছে অনেকের মনে। এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। 

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘মায়াঙ্ক যাদব তার প্রথম ওভারেই মেডেন আদায় করেছেন- মায়াঙ্ক ‘‘গতিমান ‘’ যাদব। তিনি চার মাস (আইপিএলের পর) ক্রিকেট খেলেননি। তিনি ইনজুরির পর ফিরে এসেছেন। তার পেটে কিছু সমস্যা ছিল। তাছাড়া তার ভীতিজনিত কিছু সমস্যাও ছিল।’

আকাশ যোগ করেন, ‘যাই হোক, ও ভালো শুরু করেছে এবং সোজা লাইনে বল করার চেষ্টা করেছে। সে ১৫০-৬০ কিলোমিটার গতিতে বল করার চেষ্টা করেনি, কারণ তার শরীরের দিকে বেশি মনোযোগ ছিল যে ‘‘আমার ওপর বেশি চাপ দিব না কারণ আমি ইনজুরি থেকে উঠে এসেছি’’। তবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে তার বলে গতি আছে।’

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই মেডেন আদায় করে নিয়েছেন মায়াঙ্ক। ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদকে ফিরিয়েছেনও তিনি। যদিও আকাশ মনে করেন, দক্ষতা দেখানোর জন্য এখনো কিছুটা সময় প্রয়োজন মায়াঙ্কের।