দুনিয়াজুড়ে উদীয়মান যত প্রভাবশালী
টাইম ম্যাগাজিনের তালিকা
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের ‘টাইম১০০নেক্সট ২০২৪’-এর তালিকায় স্থান করে নিয়েছেন বিশ্বজুড়ে উল্লেখযোগ্য একটি নাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত এই মুখ তালিকাটিতে ‘লিডারস’ ক্যাটাগরিতে স্থান করে নিয়েছেন। ‘টাইম১০০নেক্সট ২০২৪’-এর বিস্তারিত জানাচ্ছেন- নূর হাবিব
টাইম ১০০ নেক্সট
টাইম সাময়িকী এবার পঞ্চমবারের মতো ‘টাইম১০০নেক্সট ২০২৪’ তালিকা প্রকাশ করা হলো। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১০০ ব্যক্তিকে পাঁচ ক্যাটাগরিতে তুলে ধরা হয়েছে। লিডারস ক্যাটাগরিতে নাহিদ ইসলাম ছাড়াও অন্যদের মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির ‘কো চেয়ার’ লরা ট্রাম্প স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের টেলিভিশন ব্যক্তিত্ব লরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী।
আরও পড়ুন:
জলবায়ু সম্মেলনের আদ্যোপান্ত
টাইম১০০নেক্সট ২০২৪-এর এবারের তালিকায় নানা ক্ষেত্রে অবদানের জন্য আরও যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন মার্কিন গায়ক-গীতিকার সাবরিনা কার্পেন্টার, জাপানি অভিনেত্রী আনা সাওয়াই, ইতালির টেনিস খেলোয়াড় জ্যানিক সিনার, পাকিস্তানি অধিকারকর্মী মাহরাং বালুচ। ২০২৩ সালের এই তালিকায় স্থান পেয়েছিলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট জে ডি ভান্স ও স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফের মতো ব্যক্তিত্বরা।
নাহিদ ইসলামের অগ্রযাত্রা : বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব
নাহিদ ইসলামের বিষয়ে টাইমের প্রতিবেদনে বলা হয়, নাহিদ ইসলামের বয়স ২৬ বছরের কম। বিশ্বের অন্যতম শক্তিধর একজনকে ক্ষমতাচ্যুত করতে তিনি ভূমিকা রেখেছেন। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতাদের একজন তিনি। দেশটির গোয়েন্দা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হওয়ার পর তার পরিচিতি আরও বেড়ে যায়। আন্দোলনের এক পর্যায়ে নাহিদ ইসলাম শেখ হাসিনার পদত্যাগের এক দফা কর্মসূচির ঘোষণা করেন। টাইমের প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে জেনজির (জেনারেশন জেড) যে দুই প্রতিনিধি জায়গা পেয়েছেন, নাহিদ তাদের একজন। দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার করা তাদের কাজ, যা গত ১৫ বছরে ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে ওঠা সরকারের আমলে নষ্ট হয়ে গেছে। নাহিদ ইসলাম টাইমকে বলেন, ‘তিনি (শেখ হাসিনা) ক্ষমতাচ্যুত হতে পারেন এ কথা কেউ চিন্তা করতে পারেননি।’ কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। নাহিদ ইসলাম বলেন, ‘অবশ্যই নতুন প্রজন্মের আশা-আকাক্সক্ষা বুঝতে হবে আমাদের।’ রাজনৈতিক দলগুলোকে সহিংসতা বন্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন।’
বৈশ্বিক পরিমণ্ডলে প্রভাবশালী অন্যান্য ব্যক্তিত্ব
নাহিদ ইসলামের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেসব প্রভাবশালী ব্যক্তি এই তালিকায় জায়গা করে নিয়েছেন, তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এই ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন-
পেতংতার্ন সিনাওয়াত্রা
থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা তার দেশের রাজনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছেন। সিনাওয়াত্রা পরিবার থাইল্যান্ডের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকলেও পেতংতার্ন তার নিজস্ব রাজনৈতিক দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে দেশে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন। তার নেতৃত্বে থাইল্যান্ডে অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টা দেশটির জনগণের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছে।
লরা ট্রাম্প
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির ‘কো-চেয়ার’ লরা ট্রাম্পের রাজনীতিতে প্রবেশ পরিবারের প্রভাবের মাধ্যমে হলেও তিনি নিজেকে একজন দক্ষ রাজনৈতিক নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। লরা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী এবং রিপাবলিকান পার্টির রাজনৈতিক কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বাসিরু দিওমায়ে ফায়ে
সেনেগালের উদীয়মান নেতা বাসিরু দিওমায়ে ফায়ে, যিনি সেনেগালের তরুণ প্রজন্মের জন্য অধিকার এবং রাজনৈতিক সংস্কারের পক্ষে কাজ করছেন। তার নেতৃত্বে তরুণদের অধিকারের জন্য একটি নতুন বিপ্লবের সূচনা হয়েছে।
রাচেল রিভস
যুক্তরাজ্যের লেবার পার্টির একজন নেতা এবং ছায়া অর্থমন্ত্রী রাচেল রিভস তার দেশের অর্থনৈতিক নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছেন। তিনি শ্রমজীবী মানুষের জন্য আর্থিক নিরাপত্তা ও সমানাধিকারের জন্য লড়ছেন এবং অর্থনৈতিক পুনর্গঠনে তার প্রস্তাবিত নীতি ব্যাপক সমাদৃত হয়েছে।
এলিজাবেথ প্রেলোগার
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে প্রথম নারী Solicitor General হিসেবে দায়িত্ব পালন করছেন এলিজাবেথ প্রেলোগার। তিনি আইন প্রণয়নের ক্ষেত্রে বিশাল অবদান রাখছেন এবং তার নেতৃত্বে মার্কিন সংবিধানের মৌলিক অধিকারগুলো সুরক্ষিত হয়েছে।
হুয়াং জিয়ে
হংকংয়ের একজন গণতন্ত্রপন্থি নেতা, যিনি চীনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে আলোচনার কেন্দ্রে এসেছেন। হুয়াং জিয়ে তার সাহসী ও বলিষ্ঠ অবস্থানের জন্য পরিচিত এবং তিনি আন্তর্জাতিক গণমাধ্যমেও সমাদৃত।
আনিয়েল ফ্রাঙ্কো
ব্রাজিলের বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদ আনিয়েল ফ্রাঙ্কো তার বোন মারিয়েল ফ্রাঙ্কোর হত্যার পর মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের জন্য কাজ করে যাচ্ছেন। মারিয়েল ছিলেন রিও ডি জেনেরিওর একজন সাহসী রাজনৈতিক নেত্রী, যার মৃত্যু আনিয়েলকে আরও দৃঢ়ভাবে সামাজিক ন্যায়বিচারের দিকে মনোনিবেশ করতে উদ্বুদ্ধ করেছে।
ক্রিস্টাল আসিজ
কেনিয়ার উদীয়মান শিল্পী এবং প্রতিবন্ধী অধিকারকর্মী ক্রিস্টাল আসিজ দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনের মানোন্নয়নের জন্য কাজ করছেন এবং তার কাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
মর আল ওলামা
সংযুক্ত আরব আমিরাতের এআই এবং ডিজিটাল অর্থনীতির মন্ত্রী ওমর আল ওলামা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশের ডিজিটাল উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার উদ্ভাবনী চিন্তাধারা আরব অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতির জন্য নতুন পথ তৈরি করছে।
বৈশ্বিক নেতৃত্বের ভবিষ্যৎ এবং বাংলাদেশের গৌরব
এই তালিকায় নাহিদ ইসলামের অন্তর্ভুক্তি কেবল তার ব্যক্তিগত সাফল্যের উদাহরণ নয়, এটি নতুন বাংলাদেশের জন্যও একটি গর্বের বিষয়। বৈষম্যবিরোধী আন্দোলন এবং ছাত্র অধিকার রক্ষার ক্ষেত্রে তার অবদান তাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করেছে। এ ছাড়া বৈশ্বিক প্রভাবশালী ব্যক্তিত্বদের এই তালিকা আমাদের দেখিয়ে দেয় যে, কীভাবে ভবিষ্যতের নেতৃত্ব বিশ্বকে পরিবর্তন করতে কাজ করছে। নাহিদ ইসলামের এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করে যে, তার নেতৃত্ব কেবল দেশের ভেতরে সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক প্রেক্ষাপটে তার অবদান গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন:
এবারের সম্মেলনে গুরুত্ব পাবে যেসব বিষয়