পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে টিকে রইল ভারত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে ধাক্কা খায় ভারত। দ্বিতীয় ম্যাচে তাই তাদের পাকিস্তানের বিপক্ষে জিততেই হতো। সেই কাজটি সুনিপুণভাবেই করলেন হারমানপ্রীত কৌররা। আজ রবিবার পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রানে থামে পাকিস্তানের মেয়েরা। জবাব দিতে নেমে জয় পেতে তেমন বেগই পেতে হয়নি ভারতকে। ফলে নকআউটের দৌড়েও টিকে থাকল তারা। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপট চলছেই। সবশেষ এই ম্যাচসহ মুখোমুখি ১৬ বারের দেখায় ভারত জিতেছে ১৩ বার। পাকিস্তান ৩ বার।
দুবাইয়ের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। তবে শুরুটা ভালো করতে পারেননি তারা। প্রথম ৫২ রান করতেই ১২ ওভার ১ বল ব্যয় করতে হয় তাদের, হারাতে হয় ৫ উইকেট। পাঁচে নামা নিদা দার ৩৪ বলে ২৮ রানের ইনিংস না খেললে একশর নিচেই অলাউট হতো দলটি। দলের হয়ে আর কোনো ব্যাটার তেমন বড় ইনিংস খেলতে না পারলে ১০৫ রানেই থামে পাকিস্তান। ভারতের সবচেয়ে সফল বোলার অরুন্ধতী রেড্ডি। ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।
১০৬ রানের লক্ষ্য ১৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। তবে শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেজ ও হারমানপ্রীতের ব্যাটে পথ হারায়নি ভারত। শেফালি দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন। জেমিমা ২৩ ও হারমানপ্রীত করেন ২৯ রান। তাতে ৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় পায় ভারত।