বাংলাদেশ সিরিজের আগে দ. আফ্রিকা শিবিরে হতাশার খবর
চলতি মাসেই ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। তবে সিরিজ শুরুর আগেই দক্ষিণ আফ্রিকা শিবিরে শোনা যাচ্ছে হতাশার খবর। চোটের কারণে দলের অধিনায়ক টেম্বা বাভুমার আসা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ সিরিজ উপলক্ষে প্রোটিয়ারা যে দল ঘোষণা করেছে, তার মধ্যে এদেশে খেলার অভিজ্ঞতা ছিল কেবল এই বাভুমারই।
কনুইয়ে চোটে পেয়েছেন বাভুমা। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ওয়ানডে সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। গত শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে কনুইয়ে চোট পান বাভুমা। চোটের কারণে ব্যাটিং থেকে অবসর নিতেও বাধ্য হন তিনি। আগামীকাল সিরিজের পরের ম্যাচেও তার থাকার সম্ভাবনা নেই।
এর আগে বাংলাদেশ সফরের দল থেকে ছিটকে গিয়েছিলেন পেসার নান্দে বার্গার। এবার সেই কাতারে যোগ হতে পারেন বাভুমা। দক্ষিণ আফ্রিকায় গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা তার। তিনি এদেশে না এলে প্রোটিয়াদের নেতৃত্বে আসতে পারেন এইডেন মার্করাম।
আগামী ২১ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। আর ২৯ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচটি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফর করেছিল প্রোটিয়ারা। সেবার মিরপুর ও চট্টগ্রামের দুটি ম্যাচই ড্র হয়। যদিও দুই ম্যাচই বৃষ্টির কারণে বেশিরভাগ সময় নষ্ট হয়।