বাংলাদেশের বিপক্ষে অভিষেক হতে পারে ভারতের একাধিক ক্রিকেটারের
আর কিছুক্ষণ পরই শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের টি-টোয়েন্টির লড়াই। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে ভারতের একাদশে জায়গা পেতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা একাধিক ক্রিকেটার।
প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে খেলতে নামার সুযোগ হতে পারে দুই পেসার মায়াঙ্ক যাদব ও হর্ষিত রানার। দুজনই আইপিএলে দারুণ পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। রানা ভারত স্কোয়াডের হয়ে জিম্বাবুয়েও সফর করেছিলেন। যদিও একাদশে সুযোগ মেলেনি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে এমন তথ্য।
কলকাতা নাইট রাইডার্সকে সবশেষ আইপিএলে চ্যাম্পিয়ন করতে দারুণ কৃতিত্ব ছিল রানার। আর সবশেষ আইপিএলের অন্যতম আকর্ষণ ছিলেন মায়াঙ্ক। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এই পেসার বলে ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার গতিতে বল করেছেন। এছাড়া নিয়মিতই ১৫০-এর আশেপাশে বোলিং করার সামর্থ্য আছে তার।
কলকাতার হয়ে সবশেষ আইপিএলে ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন রানা। তার বিপক্ষে রান বের করাটা বেশ কঠিন। বিশেষ করে প্লে-অফে তার পারফরম্যান্স ছিল দেখার মতো। অন্যদিকে, মায়াঙ্ক ফিরেছেন ইনজুরি থেকে। লক্ষ্ণৌতে থাকতে মরনে মরকেলের সান্নিধ্য পেয়েছেন তিনি। জাতীয় দলেও এবার তার সঙ্গেই কাজ করার সুযোগ হলো তার।
ভারতের সম্ভাব্য একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, হর্ষিত রানা ও মায়াঙ্ক যাদব।