নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ /

ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০২৪, ২৩:৫৪
শেয়ার :
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

১১৮ রানেই শক্তিশালী ইংল্যান্ডকে আটকে রেখেছিল বাংলাদেশ। এই লক্ষ্য অতিক্রম করা দুঃসাধ্য কোনো বিষয় নয়। তবে ছোট এই লক্ষ্যকেই অনেক বড় বানিয়ে হারল বাংলাদেশ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংলিশদের কাছে নিগার সুলতানা জ্যোতির দল হারল ২১ রানে।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় টস জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রানে থামে ইংল্যান্ড। জবাব দিতে নেমে ২০ ওভার খেললেও ৭ উইকেট হারিয়ে ৯৭ রানের বেশি করতে পারেনি টাইগ্রেসরা।

১১৮ রান তাড়ায় বাংলাদেশের হয়ে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন শুধু সোবহানা মোসতারি ও জ্যোতি। মোসতারি ৪৮ বলে ৪৪ ও জ্যোতি ২০ বলে করেন ১৫ রান। তবে তাতে একশ'ও পার হয়নি বাংলাদেশের।

এর আগে দারুণ বোলিং নৈপুণ্যে ১১৮ রানেই ইংল্যান্ডকে আটকে রাখে বাংলাদেশের মেয়েরা। টস জিতে ব্যাটিং বেছে নেন ইংলিশ অধিনায়ক হিথার নাইট। শুরুটা ইংলিশরা করে উড়ন্ত। কোনো উইকেট না হারিয়েই করে ফেলে ৪৮ রান। তবে এরপরই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। ৫৩ রানের মধ্যে ২ উইকেট হারায় ইংল্যান্ড। ২৩ রান করা মাইয়া বুচিয়েরকে ফেরান রাবেয়া খান। আর তিনে নামা ন্যাট স্কিভার-ব্রান্টকে ফেরান ফাহিমা খাতুন।

একপাশে ব্যাটাররা ব্যর্থ হতে থাকলেও ওপেনার ড্যানি ওয়াট-হজ ছিলেন দারুণ ফর্মে। ৪০ বলে ৪১ রান করার পর নাহিদা আকতারের বলে ফেরেন তিনি। ইংলিশদের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১২ রান করেন ছয়ে নামা অ্যামি জোনস। শেষের দিকে রানের গতি কমে যায় ইংলিশদের। তাতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রানের বেশি করতে পারেনি ইংলিশরা।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ফাহিমা খাতুন। ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন তিনি। সমান ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন রিতুমনি। ২ উইকেট নিলেও ৪ ওভারে নাহিদা আকতারকে খরচ করতে হয়