বাংলাদেশ সিরিজে ছিটকে গেলেন দুবে, ঢুকলেন তরুণ ব্যাটার

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০২৪, ২১:৫৯
শেয়ার :
বাংলাদেশ সিরিজে ছিটকে গেলেন দুবে, ঢুকলেন তরুণ ব্যাটার

বাংলাদেশের বিপক্ষে আগামীকাল রবিবার থেকে শুরু হতে যাওয়া ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের অলরাউন্ডার শিভাম দুবে। আজ ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এই তথ্য নিশ্চিত করে জানায়, পিঠের ইনজুরির কারণে খেলতে পারবেন না দুবে। 

দুবের বদলি হিসেবে এরই মধ্যে মুম্বাই ইন্ডিয়ানসে খেলা ব্যাটার তিলক ভার্মাকে দলে ডেকেছে ভারত। আগামীকাল প্রথম টি-টোয়েন্টির আগেই দলের সঙ্গে গোয়ালিয়রে যোগ দেবেন তিলক। রবিবার সকালেই পৌঁছে যাওয়ার কথা তার। 

এখনো পর্যন্ত ভারতের হয়ে ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দুবে। যেখানে ৪৪৮ রান করার পাশাপাশি ১১ উইকেট নিয়েছেন তিনি। মুম্বাইয়ে অনুশীলনের সময় দুবের পিঠে পাওয়া চোট আবার দেখা দিয়েছে। সেই ব্যাথা কমেনি। গোয়ালিয়রে অনুশীলনের সময় তিনি অস্বস্তি অনুভব করেছেন। 

এদিকে, ২১ বছর বয়সী তিলক ভারতের হয়ে এখনো পর্যন্ত ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ৩৩৬ রান করার পাশাপাশি স্লো বোলিংয়ের মাধ্যমে কয়েকটি উইকেটও নেন। সম্প্রতি ইনজুরিতে পড়েন তিনি ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তাকে বিবেচনা করা হয়নি। 

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের আপডেট স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটকিপার), আরশদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব ও তিলক ভার্মা।