শীর্ষস্থান মজবুত করার দিনে আলিসনকে হারাল লিভারপুল

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০২৪, ২১:১৮
শেয়ার :
শীর্ষস্থান মজবুত করার দিনে আলিসনকে হারাল লিভারপুল

জার্গেন ক্লপ বিদায় জানালেও পথ হারায়নি লিভারপুল। আর্ন স্লটের অধীনে দারুণ ফর্মে আছে তারা। আজ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে ক্লাবটি। এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানটাও পাকাপোক্ত করল দলটি। 

আজ শনিবার ক্রিস্টাল প্যালেসের মাঠেই তাদের হারিয়েছে লিভারপুল। দলের হয়ে শুরুতেই গোল এনে দিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জটা। শেষ পর্যন্ত সেই গোলটিই হয়ে রইল ব্যবধান। 

তবে দুর্দান্ত এমন জয়ের দিনেও লিভারপুলের জন্য ধাক্কা হয়ে এসেছে গোলকিপার আলিসন বেকারের চোট। ম্যাচের শেষের দিকে চোট পেয়ে মাঠ ছেড়েছেন দলটির প্রধান গোলরক্ষক আলিসন বেকার। শেষের দিকে ব্রাজিলিয়ান এই গোলকিপারের বদলি হিসেবে অভিষেক হয়েছে ২৩ বছর বয়সী গোলরক্ষক ভিচেসস্লাভ ইয়ারোসের।

---ভিচেসস্লাভ ইয়ারোসের

আজ ম্যাচের ৩০ সেকেন্ডের মধ্যেই লিভারপুলের জালে বল ঢুকিয়ে দেন প্যালেস। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। নবম মিনিটে দলকে গোল এনে দেন জটা। কোডি গাকপোর পাসে এই গোল করেন তিনি। আলিসন মাঠ ছাড়েন ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে। ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। 

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি লিভারপুলের টানা ষষ্ঠ জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম সাত ম্যাচের ছয়টি জিতল তারা। শীর্ষস্থানে থাকা এই দলটির পয়েন্ট হলো ১৮। আগামী ২০ অক্টোবর পরের ম্যাচে চেলসির বিপক্ষে খেলবে তারা।