অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা জানালেন, ভারতের সবচেয়ে বড় স্লেজার কে
বর্তমান ক্রিকেটের সবচেয়ে বড় দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া। তাই দুই দেশের মধ্যকার বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ নিয়েও আলোচনা থাকে অনেক বেশি। গত এক যুগ ধরে এই সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। আগামী মাসেই অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাচ্ছে এই সিরিজ। এক মাসেরও বেশি সময় থাকলেও সিরিজটি নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে আলোচনা।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা থাকে চরমে। কথার লড়াইয়েও শামিল হন অনেক ক্রিকেটাররা। ভারতের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি স্লেজ করেন কে, এমন প্রশ্ন করা হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। বেশিরভাগেরই ধারণা, বিরাট কোহলি হয়তো ভারতের মধ্যে সবচেয়ে বেশি কথার লড়াইয়ে যুক্ত হন। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা জানালেন অন্য একজনের নাম।
সম্প্রতি প্রকাশিত একই ভিডিওতে দেখা যায়, অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, নাথান লায়ন, প্যাট কামিন্স, উসমান খাজা, ট্রাভিস হেড ও মারনাস লাবুশেনের কাছে। অজি তারকারা সর্বসম্মত সিদ্ধান্তে আসেন যে ভারতের ক্রিকেটারদের মধ্যে উইকেটকিপার ব্যাটার ঋশাভ পন্থই সবচেয়ে বেশি স্লেজ করেন তাদের। উইকেটের পেছনে থেকে অনবরত কথা বলতে থাকেন তিনি।
অতীতেও অজি তারকাদের সঙ্গে বেশ কয়েকবার কথার লড়াইয়ে যোগ দিয়েছিলেন পন্থ। ২০১৮-১৯ সালে সর্বপ্রথম অস্ট্রেলিয়া সফর করেন তিনি। সেসময় তার ও অস্ট্রেলিয়ার তখনকার অধিনায়ক টিম পেইনের মধ্যকার ‘বেবিসিটার’ তর্কাতর্কি বেশ আলোচনায় আসে। পেইন পন্থকে জিজ্ঞেস করেছিলেন, সিরিজের পরে তার (পেইন) এবং স্ত্রীর জন্য পন্থ বেবিসিট (বাচ্চাদের দেখাশোনা) করতে পারবেন কি না। পরে পেইনের স্ত্রী পন্থ ও তাদের সন্তানদের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন। তার সেই পোস্ট ক্রিকেটে আলোচনার খোড়াক জমায়।
স্লেজিং নিয়ে তখন পন্ত বলেছিলেন, ‘(স্লেজ) কেউ প্ল্যান করে এটি করে না। কিন্তু কেউ এটা করলে আমি তা পছন্দ করি না, তাই আমিও নম্রভাবে স্লেজ করি। তারা এমনভাবে বলেছে ‘‘বিগ এমএস (মহেন্দ্র সিং ধোনি) এখানে আছে। হোবার্টে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে এসো এবং তুমি ভালো একটি অ্যাপার্টমেন্ট পাবে, আমার সন্তানদের দেখাশোনা করো।’’ আমিও তখন কিছু বলেছিলাম।’