শ্রীলংকা সিরিজে ও. ইন্ডিজের দল ঘোষণা, খেলবেন না ৪ ক্রিকেটার
চলতি মাসেই শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ উপলক্ষে দুই সংস্করণেরই দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন ক্যারিবিয়ানদের ৪ গুরুত্বপূর্ণ ক্রিকেটার।
সিরিজ থেকে আগেই নিজেদের সরিয়ে নেওয়া ৪ ক্রিকেটার হলেন- অলরাউন্ডার আন্দ্রে রাসেল, উইকেটকিপার ব্যাটার নিকোলাস পুরান, স্পিনার আকিল হোসেইন ও ব্যাটার শিমরন হেটমায়ার। ব্যাক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন তারা।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ড্যারেন সামির নেতৃত্বাধীন নির্বাচক কমিটি দলে ডেকেছে ওপেনার এভিন লুইস ও ব্রেন্ডন কিংকে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম দলে ভিড়লেন লুইস। আর ইনজুরি থেকে ফিরলেন কিং। টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বোলিং অলরাউন্ডার টেরানস হিন্ডস ও শামার স্প্রিঙ্গার। এই সংস্করণের অধিনায়ক যথারীতি রোভম্যান পাওয়েল ও সহ-অধিনায়ক রোস্টন চেজ।
চলতি অক্টোবরের ১০ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডের অধিনায়ক যথারীতি শেই হোপ। তার সহযোগী হিসেবে থাকছেন আলজারি জোসেফ।
ওয়ানডে স্কোয়াডের উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি হলেন অ্যান্টিগার তরুণ উইকেটকিপার ব্যাটার জুয়েল আন্দ্রে। এছাড়া ব্রেন্ডন কিং ও শেরফান রাদারফোর্ডের মতো তারকারা ফিরেছেন দলে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
টি-টোয়েন্টি স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ (সহ অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, অ্যালিক অ্যাথানাজে, আন্দ্রে ফ্লেচার, টেরানস হিন্ডস, শাই হোপ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মতি, শেরফেন রাদারফোর্ড , রোমারিও শেফার্ড এবং শামার স্প্রিংগার।
ওয়ানডে স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মোটি, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড এবং হেইডেন ওয়ালশ জুনিয়র।