‘এক শ আমার, বাকি এক শ আমার ভাইয়ের’, ডাবল সেঞ্চুরির পর সরফরাজ
কিছুদিন আগেই সড়ক দুর্ঘটনায় আহত হন ভারতের ক্রিকেটার সরফরাজ খানের ভাই মুশির খান। এখনো ভারতের জাতীয় দলে অভিষেক না হলেও ঘরোয়া ও বয়সভিত্তিক দলে দুর্দান্ত পারফর্মার মুশিরও। তবে দুর্ঘটনার জন্যই ভারতের ঘরোয়া লিগ ইরানি কাপে খেলতে পারছেন না তিনি। মুশিরের দুর্ঘটনার পর পরিবারের কাছে একটি প্রতিজ্ঞা করেছিলেন বড়ভাই সরফরাজ, সেটি রাখলেনও তিনি।
রান মেশিন সরফরাজ বড় রান পেয়েছেন ইরানি কাপে। মুম্বাইয়ের হয়ে ২২২ রানের বিশাল এক ইনিংস খেলেছেন তিনি। দুর্দান্ত এই ইনিংস খেলার পর সরফরাজ বলেন, ‘হ্যাঁ, এটা আমার জন্য একটি আবেগময় সপ্তাহ ছিল, আমি আমার পরিবার ও সতীর্থদের কাছে প্রতিজ্ঞা করেছি, যদি আমি সেট হই, আমি দুই শ রান করব- এর মধ্যে এক শ আমার জন্য এক শ আমার ভাইয়ের (মুশির) জন্য।’
২৬ বছর বয়সী সরফরাজের চেয়ে ৭ বছরের ছোট মুশির। ছোট ভাইকে নিয়ে সরফরাজ বলেন, ‘যদি সে (মুশির) ম্যাচে খেলত, আব্বু আরও গর্বিত হতেন। দুর্ভাগ্যজনকভাবে, একটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছে সে। তাই, আমি চিন্তা করেছি যেকোনোভাবেই হোক আমাকে ডাবল সেঞ্চুরি করতে হবে।’
ছোট ভাই মুশিরের সঙ্গে কথা হয়েছে সরফরাজের। সেরে উঠতে কত দিন লাগবে প্রসঙ্গে সরফরাজ বলেন, ‘হ্যাঁ, আমি তার সঙ্গে কথা বলেছি। সে ভালো আছে কিন্তু সেরে উঠতে দুই-তিন মাস সময় লাগবে।’
মুম্বাইয়ের হয়ে ইরানি কাপে ডাবল সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড় হলেন সরফরাজ। তার ১৫তম প্রথম-শ্রেণীর সেঞ্চুরি অবশ্যই ভারতের টেস্ট মৌসুমের বাকি (৮ ম্যাচ) সময়ে রিজার্ভ মিডল অর্ডার ব্যাটার হিসাবে রাখার জন্য নির্বাচকদের ভাবতে বাধ্য করবে।
বড় রান করার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সরফরাজ বলেন, ‘আমি বড় ইনিংস খেলার জন্য পরিচিত। আমি যে জিনিসগুলির জন্য পরিচিত তা করতে আমি ভালোবাসি। আমার দীর্ঘ সময় ব্যাট করা মুম্বাইয়েরও প্রয়োজন ছিল। দীর্ঘদিন পর ইরানি কাপ জেতার একটি বড় সুযোগ আমাদের সামনে।’