সন্তানকে নিয়ে আবেগী বার্তা শামির, বিস্ফোরক অভিযোগ হাসিনের

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৪, ২১:৫৪
শেয়ার :
সন্তানকে নিয়ে আবেগী বার্তা শামির, বিস্ফোরক অভিযোগ হাসিনের

২০২৩ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে আগুনে পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। ফর্মে থাকা অবস্থায়ই চোটে পড়েন তিনি। বর্তমানে চোটের কারণে জাতীয় দলের বাইরে আছেন এই ডানহাতি পেসার। মাঠে ফর্মে থাকলেও ব্যক্তিগত জীবনে শামি খুব একটা ভালো নেই। হাসিন জাহানের সঙ্গে বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে বেশ আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি এই আলোচনা আবারও এসেছে শামির সঙ্গে তার ও হাসিনের কন্যা আয়রার সাক্ষাতের পর। 

দীর্ঘদিন পর শামির সঙ্গে দেখা করেছেন আয়রা। পরে তার সঙ্গে শপিংয়ে যান শামি। সেই মুহূর্তের ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন শামি। ক্যাপশনে লেখেন, ‘যখন আমি তাকে (আয়রা) অনেক দিন পর আবার দেখলাম, তখন সময় যেন থমকে গেল।’ সেই পোস্টে এক ঘণ্টার মধ্যেই দেড় লাখের বেশি লাইক পড়ে। যদিও এই পোস্টের পর শামির ব্যাপারে কিছু গুরুতর অভিযোগ আনলেন হাসিন। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে হাসিন বলেন, ‘সব লোক দেখানো। মেয়ের পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। নতুন পাসপোর্টের জন্য শামির সই প্রয়োজন। সেই কারণেই মেয়ে গিয়েছিল বাবার কাছে। কিন্তু শামি সই করেনি। মেয়েকে নিয়ে শপিং মলে ঘুরেছে। যে সংস্থার হয়ে শামি বিজ্ঞাপন করে, সেখানে নিয়ে গিয়েছিল। মেয়েকে সেই দোকান থেকে জুতো, জামা কিনে দিয়েছে। ওখান থেকে কিছু নিলে শামির টাকা লাগে না। সেই কারণেই ওখানে নিয়ে গিয়েছিল। মেয়ে একটা গিটার আর খেলনা ক্যামেরা চেয়েছিল, সেটা কিনে দেয়নি।’

আয়রাকে শামির সঙ্গে হাসিমুখে ঘুরতে দেখা গেলেও হাসিন আনলেন বিস্ফোরক অভিযোগ, ‘মেয়ের কোনো খোঁজ নেয় না শামি। কোন স্কুলে পড়ছে, সেই স্কুল কেমন তা জানে না। শামি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। এক মাস আগে মেয়ের সঙ্গে দেখা হয়েছে। তখন ভিডিও পোস্ট করার কথা মনে হয়নি। এখন বোধ হয় পোস্ট করার মতো কিছু ছিল না, তাই মেয়ের ভিডিও দিল।’

হাসিন ও শামির বিয়ে হয়েছিল ২০১৪ সালে। ২০১২ সালের আইপিএলে দুজনের পরিচয় ও পরে সেটি গড়ায় বিয়েতে। বিয়ের পরের বছরই জন্ম হয় আয়রার। তবে ২০১৮ সাল থেকেই আলাদা থাকেন শামি ও হাসিন। এরপর শামির বিরুদ্ধে মামলাও করেন হাসিন।