টাইম ম্যাগাজিনের ১০০ উদীয়মান নেতার তালিকায় নাহিদ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৪, ১৯:৫৩
শেয়ার :
টাইম ম্যাগাজিনের ১০০ উদীয়মান নেতার তালিকায় নাহিদ

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ১০০ উদীয়মান নেতার তালিকায় স্থান পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় তার নাম রয়েছে।

টাইমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ বছর বয়সী নাহিদ ইসলামের হাত ধরে বিশ্বের অন্যতম শক্তিশালী এক ব্যক্তির পতন হয়েছে। সমাজবিজ্ঞানে স্নাতক এই তরুণ বাংলাদেশের ছাত্র আন্দোলনের সম্মুখসারির নেতা। এই আন্দোলনেই পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে তাদের মূল চ্যালেঞ্জ এখনো বাকি বলে মন্তব্য করা হয়। সেখানে বলা হয়, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ‍দুজন `জেন-জি‘ প্রজন্মের উপদেষ্টার মধ্যে একজন নাহিদ।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। বাংলাদশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার যে পালাক্রম– অবশ্যই তার অবসান হতে হবে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’