প্রথম বাংলাদেশি হিসেবে নারী টি-টোয়েন্টিতে নাহিদার উইকেটের সেঞ্চুরি
প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন নাহিদা আকতার। আজ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের শারজায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন নাহিদা।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানের জয় পেয়েছে বাংলাদেশের নারীরা। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে স্কটিশরা। দ্বিতীয় ইনিংসের ১৯তম ওভারে ক্যাথেরিন ফ্রেজারকে আউট করে মাইলফলক স্পর্শ করেন নাহিদা। বাউন্ডারি হাঁকাতে গিয়ে লং অফে রাবেয়া খাতুনের হাতে ক্যাচ দেন ফ্রেজার।
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করেন নাহিদা। সেই ম্যাচে আসমাভিয়া ইকবালকে আউট করে উইকেটের যাত্রা শুরু করেন এই বাঁহাতি স্পিনার। ২০২৩ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে ৮ রানের বিনিময়ে ৫ উইকেট পান নাহিদা। সেটিই ২৪ বছর বয়সী এই স্পিনারের এই সংস্করণে সেরা বোলিং।
নারী টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী
নাহিদা আকতার- ১০০
সালমা খাতুন- ৮৫
রুমানা আহমেদ- ৭৫
জাহানারা আলম- ৫৮