পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে বাংলাদেশের সৈকত

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৪, ১৫:৫৮
শেয়ার :
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে বাংলাদেশের সৈকত

চলতি মাসেই পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এই তিনটি ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অংশ। এই সিরিজে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। 

আজ বৃহস্পতিবার পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের অফিসিয়ালদের নাম ঘোষণা করা হয়েছে। ম্যাচ রেফারি হিসেবে সিরিজে থাকছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটারও আইসিসির এলিট প্যানেলের রেফারি স্যার রিচি রিচার্ডসন। 

চলতি মাসের ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মুলতান ও রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে ৩ ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর। একই ভেন্যুতে ১৫ অক্টোবর শুরু হবে দ্বিতীয় পাঁচ দিনের ম্যাচ। আর ২৪ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। 

প্রথম টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন আইসিসির এলিট প্যানেলের দুই আম্পায়ার শ্রীলংকার কুমার ধর্মসেনা ও বাংলাদেশের সৈকত। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকছেন আইসিসি এলিট প্যানেলের আরেক সদস্য নিউজিল্যান্ডের ক্রিস্টোফার জেফানি। ম্যাচে চতুর্থ আম্পায়ার পাকিস্তানের আসিফ ইয়াকুব। 

দ্বিতীয় ম্যাচে মাঠের আম্পায়ারিংয়ে ধর্মসেনার সঙ্গে থাকবেন জেফানি। আর তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করবেন সৈকত। ম্যাচের চতুর্থ আম্পায়ার হবেন পাকিস্তানের রশিদ রিয়াজ। তৃতীয় টেস্টে মাঠে দাঁড়াবেন জেফানি ও সৈকত। আর তৃতীয় আম্পায়ার হিসেবে ধর্মসেনা ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের ফয়সাল আফ্রিদি।