কিংবদন্তি রাউলের যে রেকর্ড ভাঙলেন এনদ্রিক
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে জায়গা পেলেন এনদ্রিক। আর তাতেই গ্যালাকটিকোদের হয়ে আসরটিতে সবচেয়ে কম বয়সে শুরুর একাদশের খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়লেন এই ব্রাজিলিয়ান।
বুধবার ফরাসি ক্লাব লিলের বিপক্ষে ভিনিসিউস জুনিয়র ও এন্দ্রিককে আক্রমণে রেখে ৪-৪-২ ফরমেশনে একাদশ সাজান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এদিন এনদ্রিকের বয়স ১৮ বছর ৭৩ দিন।
এই রেকর্ড গড়তে এনদ্রিক ভেঙেছেন স্প্যানিশ ক্লাবটির কিংবদন্তি ফরোয়ার্ড রাউল গনসালেসের রেকর্ড। এর আগে ১৯৯৫ সালের সেপ্টেম্বরে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে ১৮ বছর ৭৮ দিন বয়সে নেমে আগের রেকর্ড গড়েছিলেন এই স্প্যানিয়ার্ড।
তবে এনদ্রিকের রেকর্ড গড়ার ম্যাচে হেরেছে রিয়াল। বিবর্ণ পারফরম্যান্সে লিলের বিপক্ষে ১-০ গোলে হারল মাদ্রিদের রাজারা।