‘মুশফিককে ছক্কা মারতে দাও’, অশ্বিনকে কেন বলেছিলেন রোহিত

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০২৪, ২১:১৬
শেয়ার :
‘মুশফিককে ছক্কা মারতে দাও’, অশ্বিনকে কেন বলেছিলেন রোহিত

বাংলাদেশের বিপক্ষে গতকাল শেষ হওয়া টেস্ট সিরিজে রোহিত শর্মার লক্ষ্য, পরিকল্পনা ও নেতৃত্বের সামর্থ্য ছিল দেখার মতো। দুই টেস্টের চার ইনিংসে বড় কোনো রান পাননি তিনি কিন্তু তার অধিনায়কত্ব ও জয়ের ক্ষুধা ম্যাচের ফলাফলে রেখেছে বড় ভূমিকা। 

উদাহরণ হিসেবে কানপুর টেস্টের কথাই বলা যায়---ভেজা আউটফিল্ড ও বৃষ্টির কারণে আটটি সেশন ভেস্তে যাওয়ার পর রোহিত বলেছিলেন, ফল পাওয়ার জন্য আমরা দ্রুতগতিতে ব্যাটিং করবো। তার জন্য যদি ১০০ রানেও অলআউট হতে হয়, তাই হবো। মুখোমুখি হওয়া প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়ে সেই ধারণারই ভিত্তি দেন ভারত অধিনায়ক। 

কানপুরে দুর্দান্ত বোলিং করেছে ভারত। প্রথম ইনিংসে টাইগারদের ২৩৩ রানে অলআউট করে দেয় ভারত। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে আরও বিপর্যয়ে ফেলে স্বাগতিকরা। এই ইনিংসে নাজমুল হোসেন শান্তর দল অলআউট হয় মাত্র ১৪৬ রানে। তবে ইনিংসের শেষ উইকেট জুটিতে ছোট একটি প্রতিরোধ গড়েছিলেন মুশফিকুর রহিম ও খালেদ আহমেদ। তখন কিছুটা হতাশ হয়ে পড়ে ভারত। 

বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তখন দারুণ ব্যাটিং করছিলেন। শেষ ব্যাটার খালেদ আহমেদকে নন স্ট্রাইকে রেখে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে ভালোই খেলছিলেন মুশফিক। প্রথম চার বলের মধ্যে একটি বাউন্ডারি মারছিলেন তিনি। আর ফিল্ডিংয়ে ভারতের সর্বোচ্চ চেষ্টার পরেও একটি সিঙ্গেল বের করছিলেন মি. ডিপেন্ডেবল। পরপর কয়েকটি ওভারে মুশফিকের এমন ব্যাটিংয়ে কিছুটা হতাশ দেখা যায় রোহিতকে। 

অশ্বিনের একটি ওভারের শেষ বলে মুশফিক যাতে ছক্কা না মারতে পারে সেজন্য স্লিপ থেকে জোরে রোহিত বলে ওঠেন, ‘তাকে ছক্কা মারতে দাও’। এমন বার্তার স্পষ্ট উদ্দেশ্য ছিল যেন মুশফিক এক রান নিয়ে স্ট্রাইক নিজের কাছে রাখতে না পারেন। যদিও তার পরে বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। 

জাসপ্রিত বুমরাহর একটি ওভারে প্রথম পাঁচ বল খেলে স্ট্রাইক পরিবর্তন করেন খালেদ। শেষ বলে স্ট্রাইকে আসেন মুশফিক। তবে দারুণ এক স্লোয়ারে মুশফিকের মিডল স্টাম্প ভেঙে দেন বুমরাহ। ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। তাতে রোহিতদের লক্ষ্য দাঁড়ায় ৯৫ রানে। পরে ভারত মাত্র ১৭ ওভার ২ বল খেলে এই রান অতিক্রম করে ফেলে।