বাংলাদেশ ও শান্তকে ধুয়ে দিলেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০২৪, ১৮:৩৪
শেয়ার :
বাংলাদেশ ও শান্তকে ধুয়ে দিলেন গাভাস্কার

কানপুর টেস্টে ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। প্রথমদিন খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার, বৃষ্টি ও ভেজা মাঠের কারণে খেলা হয়নি দুইদিন। তখন মনে হয়েছিল, ড্র’ই এই টেস্টের নিয়তি। অথচ ফল বের করতে চতুর্থ দিনের পর পঞ্চম দিনের পুরো সময়ও খেলতে হয়নি ভারতকে। 

পঞ্চম দিনে টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র তিন রানের মধ্যে ৪ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৩ রানের সাইক্লোন গতিতে ব্যাটিং করে মাত্র ৩৪ ওভার ৪ বল খেলে ৫২ রানের লিড নেয় ভারত। এই ঝোড়ো ব্যাটিংই ভারতের জয়ের রাস্তা খুলে দেয়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ১৪৬ রানে আটকে দিয়ে ৯৫ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা। যা অতিক্রম করতে মাত্র ১৭ ওভার ২ বল লাগে রোহিত শর্মার দলের। 

বাংলাদেশের এমন ব্যাটিংয়ের সূত্র মেলাতে পারছেন না ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়েছিল যে তারা (বাংলাদেশ) ভুলে গেছে যে এটি একটি টেস্ট ম্যাচ। এখানে তো অনেক সময়, আর এটা তো শেষ দিন ছিল।’

পঞ্চম দিনের সকালে উইকেটে সেট হয়েই ব্যাটিং করতে নেমেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন তিনি। এমন শটের ব্যাখ্যায় শান্ত বলেন, ‘আমরা শান্তর (বাংলাদেশ অধিনায়ক) কিছু শট দেখলাম, ব্যাটে-বলে ঠিকঠাক হলে দেখতে কিন্তু অসাধারণই মনে হয়। কিন্তু যখন তা হয় না, আপনার মনে হবে, আরে, সে কী করতে চাচ্ছে!’

কানপুর টেস্টের প্রথম ইনিংসে ভারতের আগ্রাসী ব্যাটিং দেখে হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন বাংলাদেশের লংকান কোচ চন্দিকা হাথুরুসিংহে। এমন ব্যাটিং আগে কখনো না দেখায় বাংলাদেশ কীভাবে তার জবাব দেবে সেটি ভুলে গিয়েছিল বলেও মনে করেন তিনি, ‘এমন পদ্ধতি আগে দেখা যায়নি এবং আমরা দ্রুত তার জবাব দিতে পারিনি। রোহিত (শর্মা) ও তার দলকে এমন পদ্ধতি নেওয়ার জন্য এবং খেলাকে এই পর্যায়ে নেওয়ার জন্য ক্রেডিট দিতেই হয়।’