বাংলাদেশের বিপক্ষে ৩ ওভারে ফিফটি করে ভারতের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৬
শেয়ার :
বাংলাদেশের বিপক্ষে ৩ ওভারে ফিফটি করে ভারতের বিশ্ব রেকর্ড

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের প্রথম ইনিংসে ২৩৩ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। এই রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে বিস্ফোরক শুরু এনে দেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়াল। তাতে একটি বিশ্বরেকর্ডও গড়ে ফেললেন তারা। 

বাংলাদেশের বিপক্ষে মাত্র ৩ ওভারে (১৮ বলে) ৫১ রান তুলেছে ভারত। টেস্ট ইতিহাসে এটিই দ্রুততম দলগত ফিফটি। এদিন হাসান মাহমুদের করা প্রথম ওভারে ৩টি চারে ১২ রান তুলে নেন জয়সোয়াল। খালেদ আহমেদের করা পরের ওভারে ২টি ছক্কা মারেন রোহিত। ওভারে মোট ১৭ রান আসে। তৃতীয় ওভারে আরও আগ্রাসন চালান এই দুজন। হাসানের করা এই ওভার থেকে রোহিত-জয়সোয়াল তোলেন ২২ রান। তাতে প্রথম ৩ ওভারেই ভারতের স্কোরবোর্ডে যোগ হয় ৫১ রান। 

ভারত ভেঙেছে ইংল্যান্ডের রেকর্ড। এ বছরেরই জুলাইতে ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ ওভার ২ বলে (২৬ বলে) দলগত ফিফটি করে ইংলিশরা। দলটি তাদেরই ৩০ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্য ওভালে ২৭ বলে দলগত ফিফটি করেছিল ইংল্যান্ড। 

আজ কানপুরে আরও রেকর্ড হয়েছে। ব্যাটিংয়ে আজ খালেদ আহমেদের ওভারে প্রথম মুখোমুখি হন রোহিত। প্রথম দুই বলেই বল হাওয়ায় ভাসিয়ে সীমানাছাড়া করেন তিনি। টেস্টে ইনিংস শুরু করার পরই প্রথম দুই বলে দুই ছক্কা মারার এমন কীর্তি আছে আর মাত্র ৩ জনের। এর মধ্যে ২ জনই আবার ভারতীয়। ২০১৯ সালে জর্জ লিন্ডের বলে এমন কীর্তি গড়েছেন মূলত বোলার উমেশ যাদব। আর ২০১৩ সালে অস্ট্রেলিয়ার নাথান লায়নের বলে নেমেই দুই ছক্কা হাঁকিয়েছিলেন শচীন টেন্ডুলকার। এই কীর্তি গড়া প্রথমজন হলেন ফফি উইলিয়ামস। ১৯৪৮ সালে জিম লেকারের বলে এই কীর্তি গড়েন তিনি। 

প্রসঙ্গত, কানপুরে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৩ রানের জবাবে এখন ব্যাট করছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৮২ রানে ব্যাট করছে দলটি। ১১ বলে ২৩ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়েছেন রোহিত। ৩১ বলে ফিফটি করে অপরাজিত জয়সোয়াল। আরেক পাশে আছেন শুভমান গিল।