হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করুন - মির্জা ফখরুল
শেখ হাসিনাকে গণহত্যাকারী ও গণতন্ত্রের ধ্বংসকারী হিসেবে উল্লেখ করে তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে গাজীপুর মহানগর ও জেলা শ্রুমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিনএনপি মহাসচিব বলেন, হাজার হাজার মানুষ হত্যা করে হাসিনা এখন ভারতে আছেন। সেখানে বসবাস করছেন। আমরা বারবার বলছি, ভারতের কাছে অনুরোধ করেছি, একজন খুনি, যিনি গণহত্যা করেছেন, তাকে জায়গা দেবেন না। তিনি দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। গণহত্যার আসামি হয়েছেন, তাকে জায়গা দেবেন না। কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের এ বিষয়ে কিছুই বলেনি। আমরা ভারতের কাছে আবারও অনুরোধ জানাচ্ছি, দয়া করে গণহত্যাকারী, মানুষ খুনকারী, খুনি হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন।
হাসিনা সরকারের পতনের আন্দোলনে শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব আরও বলেন, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি সেখানে দেখেছি আন্দোলনে আহতদের ৬০ ভাগই শ্রমিক। তাদের অবদান ছোট করে দেখার উপায় নেই। আজকের বাংলাদেশের মানুষের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে হাসিনামুক্ত হয়েছে। এটা রক্ষার দায়িত্ব আজ আমাদের সবার।
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক
বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের তৈরি করা জঞ্জাল দূর করে দ্রুত নির্বাচন দিন, জনগণ উন্মুখ হয়ে আছে ভোট দিয়ে তাদের সরকার নির্বাচিত করার। আপনারা শ্রমিকদের সঙ্গে, মালিকদের সঙ্গে কথা বলুন, তাদের নিয়েই এ দেশকে রক্ষা করুন।
আরও পড়ুন:
বৃহত্তম হিমশৈল