সিটিকে রুখে দিল নিউক্যাসল
ইংলিশ প্রিমিয়ার লিগে গত সপ্তাহে আর্সেনালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি। তবে সেই ম্যাচে পয়েন্ট হারানোর চেয়ে সিটির কাছে বড় সমস্যা ছিল চোটের কারণে মিডফিল্ডার রদ্রিকে হারানো। আজ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমে রদ্রির অবার হাড়েহাড়ে টের পেল পেপ গার্দিওলার দল। নিউক্যাসলের মাঠে ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।
আজ প্রথমার্ধে খেলায় আধিপত্য দেখাতে না পারলেও প্রথম গোলটি ঠিকই পেয়ে যায় সিটি। ৩৫তম মিনিটে বা দিক দিয়ে আক্রমণে গিয়ে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার জেসকো গাভার্দিওলকে পাস দেন জ্যাক গ্রিলিশ। গোল করতে কোনো ভুল করেননি গাভার্দিওল।
নিউক্যাসল ম্যাচে সমতা আনে ৫৮তম মিনিটে। দারুণ এক পাল্টা আক্রমণে গোল দেয় স্বাগতিকরা। অবশ্য এতে সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসনেরও দায় আছে। সতীর্থের পাস ধরে গোলরক্ষককে কাটানোর চেষ্টা করেন নিউক্যাসলের গর্ডন। তখনই তাকে ফাউল করে বসেন এদেরসন। স্পট কিক থেকে গোল আদায় করতে ভুল করেননি ইংলিশ ফরোয়ার্ড গর্ডন। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
আজকের ড্রয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়েছে সিটি। ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৪। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। অন্যদিকে, ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে নিউক্যাসল।