ফিফা রেফারি আর থাকছেন না বাংলাদেশের জয়া চাকমা
ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় ফিফা রেফারি থেকে বাদ পড়েছেন বাংলাদেশের জয়া চাকমা। ২০২৫ সালে ফিফা রেফারি হিসেবে কোনো ম্যাচ পরিচালনা করতে পারবেন না তিনি।
আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ রেফারিদের দ্বিতীয়বারের মতো ফিটনেস পরীক্ষা করা হয়। সেখানেই বাদ পড়েন তিনি। যদিও কাগজে-কলমে ৩১ ডিসেম্বর পর্যন্ত রেফারি হিসেবে থাকছেন জয়া। এই সময়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ হলে সেটি পরিচালনা করতে পারবেন তিনি।
২০২০ সালে বাংলাদেশের প্রথম নারী হিসেবে ফিফার রেফারি হয়েছিলেন জয়া। আগে থেকেই দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, ভুটান এবং নেপালে ফিফা রেফারি থাকলেও বাংলাদেশে জয়াই প্রথম। রাঙামাটিতে জন্ম তার। বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর থেকে ইতিহাসে সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত জয়া।
২০০৪ সালে ফুটবলার হিসেবে যাত্রা শুরু জয়ার। জাতীয় দলে জায়গা পান ২০০৮ সালে। টানা চার বছর লাল-সবুজ জার্সিতে খেলা জয়া ২০১২ সালে সাফ দল থেকে বাদ পড়ার পর পড়াশুনা, রেফারিং এবং কোচিংকে নিজের ধ্যান-জ্ঞান মেনে এগোতে থাকেন। ২০১৩ সালে শ্রীলংকা-ভারত ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ম্যাচে রেফারিংয়ের স্বাদ গ্রহণ করেন।
২০১২ সালে জাতীয় দল থেকে বাদ পড়ার পর রেফারিংয়ে প্রতি আগ্রহটা বাড়ে জয়ার। ২০১২ সাল থেকেই মূলত ধারাবাহিকভাবে রেফারিং নিয়ে কাজ করতে থাকেন জয়া। ফিফা রেফারি হওয়ার জন্য ২০১৭ সালে প্রথমবারের মতো পরীক্ষা দেন জয়া। তবে সেবার উত্তীর্ণ হতে পারেননি। ২০১৮ সালেও একই ফল তার। পর পর দুবার অনুত্তীর্ণ জয়া, তৃতীয়বারের চেষ্টা ২০১৯ সালে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন।