স্টার্ককে এমন লজ্জা লিভিংস্টোনের আগে কেউ দিতে পারেননি
ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ২টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। তবে পরের দুই ম্যাচে জিতে সিরিজে সমতা আনে ইংল্যান্ড। গতকাল লর্ডসে চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারায় ইংলিশরা। এদিন ২৭ বলে ৬২ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। এর মধ্যে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের করা শেষ ওভারেই তুলে নেন ২৮ রান।
ওয়ানডেতে স্টার্ক এই প্রথম ২৮ রান দিলেন। ওয়ানডেতে নিজের সবচেয়ে খরুচে ওভার তো বটেই, কোনো অস্ট্রেলিয়ানেরই করা সবচেয়ে খরুচে ওভার এটি। সব সংস্করণ হিসাব করলে কোনো অস্ট্রেলিয়ান বোলারের করা তৃতীয় সর্বোচ্চ খরুচে ওভার এটি। তাছাড়া লর্ডসের মাঠেও এক ওভারে এটিই সর্বোচ্চ রান।
গতকাল শেষ ওভারের আগে ২১ বলে ৩৪ রান ছিল লিভিংস্টোনের। ওই ওভারের প্রথম বলটি ইয়র্কার দিতে চেয়েছিলেন স্টার্ক। তবে সেটি হয়নি। লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকান লিভিংস্টোন। পরের বলে ডট আদায় করে নিলেও পরের তিন বলে আবারও ছক্কা হজম করেন স্টার্ক। ওভারের শেষ বলে চার আদায় করে নেন লিভিংস্টোন। তাতে ২৮ রান দিয়ে লজ্জার রেকর্ড গড়ে ফেলেন স্টার্ক।
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা বোলার স্টার্ক। ওয়ানডে ওভারে তিনিই রান দেওয়ায় ছাড়িয়ে গেলেন সাইমন ডেভিস, ক্রেইগ ম্যাকডারমট, জাভিয়ের ডোহার্টি, অ্যাডাম জাম্পা ও ক্যামেরন গ্রিনকে। সবারই ওভারে ২৬ রান দেওয়ার ইতিহাস আছে।
তবে সব সংস্করণ আমলে নিলে স্টার্কের গতকালের বোলিং সবচেয়ে খরুচে তালিকায় আসবে না। টি-টোয়েন্টিতে এক ওভারে ২৯ রান দেওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডও আাছে স্টার্কের।
অস্ট্রেলিয়ান বোলারদের সবচেয়ে খরুচে ওভার
গ্লেন ম্যাক্সওয়েল- ৩০ বনাম ভারত (টি-টোয়েন্টি, ২০২৩)
মিচেল স্টার্ক - ২৯ বনাম ভারত (টি-টোয়েন্টি, 2024)
মিচেল স্টার্ক - ২৮ বনাম ইংল্যান্ড (ওয়ানডে, ২০২৪)
অ্যাডাম জাম্পা - ২৮ বনাম ওয়েস্ট ইন্ডিজ (টি-টোয়েন্টি, ২০২৪)
ব্রেট লি - ২৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ (টি-টোয়েন্টি, ২০০৯)