টাইগার রবিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল ভারতীয় সংবাদমাধ্যম

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২১
শেয়ার :
টাইগার রবিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল ভারতীয় সংবাদমাধ্যম

ভারতের কানপুরে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে হাসপাতালে নিতে হয়েছিল বাংলাদেশের ‘‘সুপার ফ্যান’’ টাইগার রবিকে। তখন জানা যায়, গ্যালারিতে মারধরের শিকার হয়েছেন তিনি। তবে পরবর্তীতে স্থানীয় পুলিশ এবং ভারত ও বাংলাদেশের বেশ কিছু সাংবাদিক দাবি করেন, টাইগার রবির ওপর কোনো হামলা হয়নি। এবার ভারতীয় সংবাদমাধ্যম দিল আরও চাঞ্চল্যকর তথ্য। 

এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের মতো গণমাধ্যমের দাবি, যক্ষা রোগে ভুগছেন টাইগার রবি। এমনকি এই ‘‘সুপার ফ্যান’’ এই রোগের চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন মেডিকেল ভিসায়। চেন্নাইয়ে প্রথম টেস্টের সময়ও উপস্থিত ছিলেন তিনি। 

স্থানীয় পুলিশের অতিরিক্ত কমিশনার (আইন ও শৃঙ্খলা) হরিশ চন্দরের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআিই তাদের প্রতিবেদনে বলেছে, ‘রবি যক্ষ্মা রোগে ভুগছেন বলে জানা গেছে। এটি একটি গুরুতর অসুস্থতা যা প্রধানত ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে এবং তার চিকিৎসার জন্যই ভারতে এসেছেন রবি।’

ভারতে রবির ভিসা ও ভ্রমণের ব্যাপারে আরও তথ্য খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল থেকে এই ‘‘সুপার ফ্যান’’কে এরই মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের একজন পুলিশ কর্মকর্তার তথ্য অনুযায়ী, রবি স্টেডিয়ামে যাওয়ার আগেই অসুস্থতা বোধ করছিলেন ও যেতে নিষেধ করা সি-স্ট্যান্ডে অতিরিক্ত গরমের কারণে অজ্ঞান হয়ে পড়েছিলেন। উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) এই স্ট্যান্ডে কাঠামোগত কারণেই যেতে নিষেধ করেছিল। তিনি বলেন, ‘সে এখন সুস্থ আছে এবং আমরা তাকে চেক-আপের জন্য রিজেন্সি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম।’

পুলিশের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, পানিশূন্যতা ও ডায়রিয়া হওয়ার কারণে কানপুর টেস্টের একদিন আগে রবি একটি স্থানীয় হাসপাতালে গিয়েছিলেন। এসব ঘটনা জানার পরই গতকাল মাঠে তার ওপর হামলা নিয়ে প্রশ্ন ওঠে। 

গতকাল কানপুরের স্টেডিয়ামে বাঘের চামড়ার ন্যায় পোশাক পরে হাজির হয়েছিলেন টাইগার রবি। স্ট্যান্ড সি-তে ছিলেন তিনি। উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা তখন বলেন, রবি ঘটনার সঠিক বর্ণনা দিতে পারেননি। তবে এটি স্পষ্ট যে তিনি ব্যথা পেয়েছেন।গণমাধ্যমের সঙ্গে ঘটনার বর্ণনা দিতে গিয়ে গতকাল ইঙ্গিতে রবি বলেন, তর্কাতর্কির সময় তার পেটে ঘুষি মারা হয়েছিল।