হত্যার পর মাটিচাপা, চার দিন পর মরদেহ উদ্ধার

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৪
শেয়ার :
হত্যার পর মাটিচাপা, চার দিন পর মরদেহ উদ্ধার

কুমিল্লার দেবিদ্বারে এক শ্রমিককে হত্যার পর মাটিচাপা দেওয়ার চার দিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শ্রমিকের নাম নুরুল ইসলাম (৫৫)।

আজ শুক্রবার সকাল ১০ টায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত নুরুল ইসলাম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বরকান্দি গ্রামের মোকলেস মিয়ার ছেলে। এ ঘটনায় নোয়াজ আলী নামের এক শ্রমিককে আটক করেছে পুলিশ। আটক নোয়াজ আলী একই এলাকার মৃত আবদাল আলী ছেলে। আটক নোয়াজ আলী হত্যার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, প্রায় চার বছর আগে নুরুল ইসলামের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্ব শুরু হয় নোয়জ আলীর। সেই সময়ে নোয়াজ আলীর একমাত্র ছেলে শিমুল অসুস্থ হয়ে মারা যায়। ওই সময় নোয়াজ আলী ধারণা করেন, নুরুল ইসলামই কবিরাজের মাধ্যমে তাবিজ করে তার ছেলেকে মেরে ফেলেছেন। এর কিছুদিন পর ছেলের শোকে নোয়াজ আলীর স্ত্রীও মারা যান। এসব কিছুর জন্য দায়ী নুরুল ইসলাম বলে ধরে নেন নোয়াজ আলী। এরপর থেকেই নোয়াজ আলী প্রতিশোধ পরায়ন হয়ে ওঠেন। চলতি বছরের ২১ সেপ্টেম্বর নুরুল ইসলামকে বাড়ি থেকে কাজের কথা বলে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামে নিয়ে আসে নোয়াজ আলী। তারা একটি টিনের ছাপড়া ঘর ভাড়া নিয়ে সেখানে ঘুমাতো। পরে সুযোগ বুঝে গত ২৩ সেপ্টেম্বর রাত ৩ টার দিকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে নুরুল ইসলামকে হত্যার পর ওই ঘরের মাটিতে পুঁতে রাখে মরদেহ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইদ্রিস মিয়া জানান, পিরোজপুরে সড়কের পাশে একটি পরিত্যক্ত ছোট দোকান ঘরে নোয়াজ আলী থাকতেন। স্থানীয় এক ব্যক্তি শুক্রবার সকালে ওই ঘরের কাছে গিয়ে দেখেন, মাটির ওপরে হাতের আঙ্গুল দেখা যায়। পরে তার চিৎকারে লোকজন এসে দেখেন, ঘরের মেঝেতে মরদেহ পুঁতে রাখা হয়েছে। পরে স্থানীয়রা পুলিশকে জানালে নোয়াজ আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় গ্রামবাসী নোয়াজ আলীকে আটক করে পুলিশে দেন।

দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আটক নোয়াজ আলী হত্যার দায় স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।