ব্র্যাডমানকে ছুঁয়ে ফেললেন অপ্রতিরোধ্য কামিন্দু

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫০
শেয়ার :
ব্র্যাডমানকে ছুঁয়ে ফেললেন অপ্রতিরোধ্য কামিন্দু

শ্রীলংকার ব্যাটার কামিন্দু মেন্ডিসের ব্যাটে রানের ফোয়ারা ফুটছেই। ২০২২ সালে অভিষেক হওয়ার পর দ্বিতীয় ম্যাচ খেলতে দুই বছর লেগেছে কামিন্দুর। আর সুযোগ পেয়ে একের পর এক সেঞ্চুরি করে যাচ্ছেন এই তারকা। এখনো পযন্ত খেলা ৮ টেস্টের ৫টিতেই করেছেন সেঞ্চুরি। নামের পাশে আছে ৪টি ফিফটি। 

স্বাভাবিকভাবেই রানের এমন বন্যা ছোটালে রেকর্ডও পায়ের কাছে লুটোপুটি খাবে। এই যেমন দ্রুততম ১ হাজার রানের রেকর্ডে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার স্যার ডন ব্র্যাডমানকে ছুঁয়ে ফেললেন কামিন্দু। দুজনই এখন টেস্টে হাজার রান করায় যৌথভাবে তৃতীয় দ্রুততম। হাজার রান স্পর্শ করতে তাদের লেগেছে ১৩ ইনিংস। অবশ্য ১৩ ইনিংসে হাজার ছুঁয়ে এই তৃতীয় হওয়ার তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলিও। 

টেস্টে দ্রুততম হাজার রান করার তালিকায় সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস। তার লেগেছিল ১০ ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ১২ ইনিংস লেগেছে ইংল্যান্ডের স্যার হারবার্ট সাটক্লিফের। সমান ইনিংসে হাজার রান স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার নেইল হার্ভেও। তবে এশিয়ার মধ্যে কামিন্দুই হাজার রানে সবচেয়ে দ্রুততম। ১৪ ইনিংসে হাজার রান স্পর্শ করেছিলেন ভারতের বিনোদ কাম্বলি। 

আজ গলেতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে ব্র্যাডমানকে স্পর্শ করেন কামিন্দু। এর আগে প্রথম টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন এই তারকা। একসময় অলরাউন্ডার হিসেবে দলে ঢোকা এই তারকা শুরুর দিকে নিচে ব্যাটিং করলেও এখন উন্নতি পেয়ে পাঁচে নামেন। 

এই টেস্টে আরও এক কীর্তি গড়েছেন কামিন্দু। অভিষেকের পর থেকে টানা ৮ ম্যাচে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেললেন তিনি। টেস্ট ইতিহাসে এই কীর্তি এই প্রথম। 

আজ সেঞ্চুরি পেতে কামিন্দু ব্যয় করেন ১৪৭ বল। শেষ পর্যন্ত ২৫০ বলে ১৮২ রান করে অপরাজিত থাকেন তিনি। ২৫০ বলে বিশাল এই ইনিংস খেলতে ১৬টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। শেষ বিকেলে নিউজিল্যান্ডকে ব্যাটিং করাতে হবে, তাই কামিন্দুর ডাবল সেঞ্চুরির জন্য অপেক্ষা করেনি লংকানরা। ৫ উইকেটে ৬০২ রান তুলে ইনিংস ঘোষণা করে দলটি।