কানপুরে বৃষ্টি ও বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা, মুমিনুলের দৃঢ়তা

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৭
শেয়ার :
কানপুরে বৃষ্টি ও বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা, মুমিনুলের দৃঢ়তা

আবহাওয়া যে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুর টেস্টে বাগড়া দেবে সেটি ম্যাচ শুরুর আগেই জানা গিয়েছিল। আজ শুক্রবার সেই পূর্বাভাসই সত্যি হলো। টস বিলম্বে হওয়ার পর খেলা শুরু হলেও প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। 

এদিনও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। ২৯ রানের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তিনে নামা নাজমুল হোসেন শান্ত ইতিবাচক ব্যাটিং শুরু করলেও থেমেছেন ৩১ রানে। দ্বিতীয় সেশনে ৯ ওভার খেলা হওয়ার পরই আলোর স্বল্পতা এবং পরে বৃষ্টি নামায় খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পরে বৃষ্টি না থামায় ও আলো কমে আসায় প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়ার। 

কানপুরের আগের রাতের পুরোটা সময় বৃষ্টি হওয়ায় আউটফিল্ড বেশ ভেজা ছিল। তবে টসের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। সকাল সাড়ে দশটায় টস হওয়ার পর ১১টায় শুরু হয় খেলা। টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় ভারত। এদিন একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার পরিবর্তে দলে সুযোগ দেওয়া হয় তাইজুল ইসলাম ও খালেদ আহমেদকে। 

গ্রিন পার্ক স্টেডিয়ামে ব্যাটিং করতে নেমে শুরুটা সাবধানেই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। সাদমান রান পেলেও জাকির কোনোভাবেই রান বের করতে পারছিলেন না। শেষ পর্যন্ত শূন্য রান করেই দলীয় ২৬ রানে আকাশ দীপের বলে ফিরেছেন তিনি। এজন্য জাকির খরচ করেছেন ২৪ বল। এত বল খেলে শূন্য রানে আউট হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে চতুর্থ। সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়া ক্রিকেটার সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম (৭১)। 

জাকির আউট হওয়ার তিন রানের মাথায় আউট হয়েছেন সাদমানও। এই ওপেনারকেও ফিরিয়েছেন আকাশ। যদিও আকাশের এই উইকেট নিতে হয়েছে রিভিউ নিয়ে। বুদ্ধিদীপ্ত এই রিভিউতে অবাক হয়েছেন ভারতের অধিনায়ক রোহিতও। ২৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে পথ দেখান শান্ত ও মুমিনুল। ২৬ ওভারে ২ উইকেটে ৭৫ রান নিয়ে সকালের সেশনের খেলা শেষ করে বাংলাদেশ। 

মধ্যাহ্ন বিরতির পরপরই আউট হন শান্ত। ৬ চারের সাহায্যে ৩১ রান করার পর রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ৮০ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ আর কোনো উইকেট না হারিয়ে করে ১০৭ রান। এদিন ব্যাটিংয়ে দারুণ দৃঢ়তা দেখিয়েছেন চারে নামা মুমিনুল হক। দৃষ্টিনন্দন কভার ড্রাইভ খেলা এই ক্রিকেটার ৮১ বলে ৭ চারের সাহায্যে করেন ৮০ রান। আরেক পাশে ৬ রানে অপরাজিত মুশফিক। দুইজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২৭ রান।