কলকাতায় গম্ভীরের জায়াগায় নতুন একজন, চেন্নাই শিবিরে বিস্ময়

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪০
শেয়ার :
কলকাতায় গম্ভীরের জায়াগায় নতুন একজন, চেন্নাই শিবিরে বিস্ময়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ মৌসুমকে সামনে রেখে ডোয়াইন ব্রাভোকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইনজুরির কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এই মৌসুম থেকেই অবসরে গেছেন ব্রাভো। কলকাতায় এই দায়িত্বে এর আগে ছিলেন বর্তমানে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। 

এক বিবৃতিতে কলকাতার প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশোর বলেন, ‘ব্রাভোর আমাদের সঙ্গে যোগ দেওয়া দারুণ এক ব্যাপার। যেখানেই খেলুক, তার (ব্রাভো) জয়ের ক্ষুধা ও বিপুল অভিজ্ঞতা ও জ্ঞান ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের সমৃদ্ধ করবে। আমরা আরও খুশি যে তিনি বিশ্বে আমাদের সব ফ্রাঞ্চাইজি-সিপিএল, এমএলসি (মেজর লিগ ক্রিকেট) ও আইএলটি-২০তেও যুক্ত থাকবেন। 

ব্রাভোর এমন নিয়োগে বিস্ময় জেগেছে চেন্নাই সুপার কিংস ভক্তদের মধ্যে। কারণ ব্রাভো মূলত চেন্নাইয়েরই কিংবদন্তি। এবার প্রতিদ্বন্দ্বী ক্লাব কেকেআরে যোগ দিলেন তিনি। 

---চেন্নাইয়ের জার্সিতে ব্রাভো। ছবি: এক্স

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান ব্রাভো। পরে আইপিএলকেও বিদায় জানানা এই ক্যারিবিয়ান কিংবদন্তি। সবশেষ ১২ মাসে চেন্নাই সুপার কিংসের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন তিনি। 

টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ব্রাভো। শিরোপা জিতেছেন আইপিএল, পিএসএল ও বিগ ব্যাশের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইবার বিশ্বকাপ জেতার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। এই সংস্করণে ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট শিকার করেছেন তিনি।