২ ওপেনারকে হারালেও ‘ভালো খেলে’ মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৭
শেয়ার :
২ ওপেনারকে হারালেও ‘ভালো খেলে’ মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

টপ অর্ডারে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা একটি সাধারণ চিত্র। ভারতের বিপক্ষে কানপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটিতেও এর ব্যতিক্রম হলো না। ২৯ রানের মধ্যেই বিদায় নিয়েছেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তবে তৃতীয় উইকেট জুটিতে ৪৪ রান যোগ করে বাংলাদেশকে ভালোই পথ দেখাচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। প্রথম সেশনের বর্ণনা দিতে গিয়ে তাই ধারাভাষ্যে থাকা তামিম ইকবালের মন্তব্য, সকালের সেশনে ‘ভালো খেলেছে’ বাংলাদেশ। 

মধ্যাহ্ন বিরতির আগে ২ উইকেট হারিয়ে ৭৪ রান করেছে বাংলাদেশ। উইকেটে শান্তর (৪৮ বলে ৬টি চারে ২৮ রান) সঙ্গে আছেন সাবেক অধিনায়ক মুমিনুল (৪৮ বলে ৩টি চারে ১৭ রান)। 

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটিতে আজ নির্ধারিত সময়ে টস হয়নি। আগের রাতের পুরোটা সময় বৃষ্টি হওয়ায় আউটফিল্ড বেশ ভেজা ছিল। তবে টসের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। সকাল সাড়ে দশটায় টস হওয়ার পর ১১টায় শুরু হয় খেলা। টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় ভারত। এদিন একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার পরিবর্তে দলে সুযোগ দেওয়া হয় তাইজুল ইসলাম ও খালেদ আহমেদকে। 

ব্যাটিং করতে নেমে শুরুটা সাবধানেই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। সাদমান রান পেলেও জাকির কোনোভাবেই রান বের করতে পারছিলেন না। শেষ পর্যন্ত শূন্য রান করেই দলীয় ২৬ রানে আকাশ দীপের বলে ফিরেছেন তিনি। এজন্য জাকির খরচ করেছেন ২৪ বল। এত বল খেলে শূন্য রানে আউট হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে চতুর্থ। সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়া ক্রিকেটার সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম (৭১)। 

জাকির আউট হওয়ার তিন রানের মাথায় আউট হয়েছেন সাদমানও। এই ওপেনারকেও ফিরিয়েছেন আকাশ। যদিও আকাশের এই উইকেট নিতে হয়েছে রিভিউ নিয়ে। বুদ্ধিদীপ্ত এই রিভিউতে অবাক হয়েছেন ভারতের অধিনায়ক রোহিতও। ২৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে পথ দেখান শান্ত ও মুমিনুল। এখনো পর্যন্ত ৪৫ রান এসেছে দুজনের জুটিতে। এমন মেঘলা আবহাওয়ায়ও এখনো পর্যন্ত স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছেন এই দুজন।