দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে বাংলাদেশের বিপক্ষে জয়ও গুরুত্বপূর্ণ ভারতের জন্য। সেই যাত্রায় প্রথম পদক্ষেপে সফলও হয়েছে তারা। সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। আগামীকাল কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে দুই দল।
চেন্নাই টেস্টে বলে-ব্যাটে দুর্দান্ত পারফর্ম করেছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বলের পাশাপাশি ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। দুর্দান্ত সেঞ্চুরি করেছেন শুভমান গিল ও ঋশাভ পন্থ। জাসপ্রিত বুমরাহর পেস বোলিংও ছিল বেশ কার্যকরী। যদিও দলের মূল দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি রান পাননি।
কানপুর টেস্ট জিতলে বা ড্র করলে ঘরের মাঠে রেকর্ড টানা ১৮টি টেস্ট সিরিজ জিতবে ভারত। চেন্নাইতে ভারতের শুরুর বাধা ছিল বাংলাদেশের পেসাররা। তবে ক্রমেই সেই আক্রমণ সামলে নিয়েছেন ভারতের ব্যাটাররা। তবে চেন্নাইয়ের চেয়ে কানপুরের পিচ আলাদা।
ঐতিহ্যগতভাবেই গ্রিন পার্কের পিচে বল কিছুটা নিচু হয়ে আসে ও বল স্লো হয়ে যায়। এ ধরনের আচরণ স্পিনারদের সাহায্য করে থাকা। যদিও শুরুর দিকে কিছুটা সহায়তা পাবেন পেসাররা। কালো মাটির এই পিচ খুব বেশি পরিবর্তন হওয়ারও কথা নয়। সময়ের সঙ্গে সঙ্গে উইকেট আরও স্লো হয়ে আসবে। তার মানে, তিন পেসারের পরিবর্তে তিন স্পিনার খেলাতে পারে ভারত। এই কৌশল অবলম্বন করলে পেসার আকাশ দীপের পরিবর্তে ঘরের ছেলে কুলদীপ যাদবকে খেলাতে পারে ভারত।
স্বাগতিকরা ব্যাটিংয়ে যদি আরও সতর্ক থাকতে চায় তাহলে খেলানোর কথা অক্ষর প্যাটেলকে। সেক্ষেত্রে কানপুরের ছেলে কুলদীপকে বসিয়ে রাখতে হবে। ২০২১ সালে এই মাঠে সবশেষ টেস্ট খেলা হয়। সেবার ৩ স্পিনার- রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলকে নিয়ে খেলে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টেস্টটির ফলাফল ছিল ড্র।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (ভারত), যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋশাভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।