দ. আফ্রিকার টি-টোয়েন্টি লিগের নিলামে ২ বাংলাদেশিসহ যারা

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৯
শেয়ার :
দ. আফ্রিকার টি-টোয়েন্টি লিগের নিলামে ২ বাংলাদেশিসহ যারা

আগামী বছরের ৯ জানুয়ারি শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টি। টুর্নামেন্টটির নিলাম হবে আগামী ১ অক্টোবর। সেই নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার হাসান মাহমুদ।

গত দুই বছর ধরে চলছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ। এই দুই আসরে কোনো বাংলাদেশি ক্রিকেটারই খেলেননি। তবে এবার সাইফউদ্দিন ও হাসান নিলামে ডাক পেলেও খেলার সম্ভাবনা কম। কারণ, একই সময়ে বাংলাদেশ প্রিমিয়া লিগ (বিপিএল) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এসএ টি-টোয়েন্টি কর্তৃপক্ষ গতকাল টুর্নামেন্টটির তৃতীয় মৌসুমের নিলামের জন্য ২০০ জন ক্রিকেটারের ছোট তালিকা প্রকাশ করেছে। এই তালিকা থেকে ৬টি ফ্র্যাঞ্চাইজি মাত্র ১৩ জন ক্রিকেটার কিনতে পারবে। 

নিলামের সংক্ষিপ্ত তালিকায় উল্লেখযোগ্য নামের মধ্যে আছেন- মার্টিন গাপটিল, কুশল মেন্ডিস, শামার জোসেফ, নাসিম শাহ, জশ লিটলের মতো তারকা। এই আসরে নাম লিখিয়েছেন বেন স্টোকস, জো রুট, রশিদ খান, কেইন উলিয়ামসনের মতো তারকা ক্রিকেটাররা।

টুর্নামেন্টে প্রতিটি দলের স্কোয়াডে থাকতে হবে ১৯ জন করে খেলোয়াড়। এর মধ্যে ১০ জন দক্ষিণ আফ্রিকার ও ৭ জন আন্তর্জাতিক ক্রিকেটার হতে হবে। বাকি দুইজনের একজন নবাগত ও একজন ওয়াইল্ড কার্ড ক্যাটাগরিতে দলে সুযোগ পাবেন। ওয়াইল্ড কার্ড নিয়ে ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে খেলতে যাচশ কার্তিক।তে পারব।’