ব্রুকের রেকর্ড সেঞ্চুরিতে ১৪ ম্যাচ পর হারল অস্ট্রেলিয়া
দারুণ জয় পেয়েছে ইংল্যান্ড। ছবি: ইসিবি
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হার দিয়ে শুরু করলেও এরপর টানা জয় পেয়ে শিরোপার মুখ দেখে অস্ট্রেলিয়া। এরপর থেকে টানা জিতে আসছিল দলটি। অবশেষে ইংল্যান্ডে গিয়ে ভাঙল দলটির জয়রথ। স্বাগতিক দেশটির বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটি জিতলেও তৃতীয় ম্যাচে এসে হারে অস্ট্রেলিয়া। তবে এর মধ্যেই টানা ১৪ ম্যাচ জেতে দলটি।
চেস্টার-লি-স্ট্রিটে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন অ্যালেক্স ক্যারি। ৬০ রান করেন স্টিভেন স্মিথ। শেষদিকে অ্যারন হার্ডি ২৬ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেললে অজিদের রান তিন শ পেরোয়।
রান তাড়া করতে নেমে ১১ রানের মধ্যেই দুই ইংলিশ ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেটের উইকেট তুলে নেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। তবে এরপর দুর্দান্ত ব্যাটিং করেন ইংলিশদের ভারপ্রাপ্ত অধিনায়ক হ্যারি ব্রুক ও উইল জ্যাকস। তৃতীয় উইকেটে ১৫৬ রানের জুটি গড়েন তারা। ৮২ বলে ৮৪ রান করে ফেরেন জ্যাকস। এরপর বেশিক্ষণ টেকেননি জেমি স্মিথও (৭)।
---সেঞ্চুরি পেয়েছেন ব্রুক। ছবি: ইসিবি
এরপর লিয়াম লিভিংস্টোনকে নিয়ে ঝোড়ো ব্যাটিং শুরু করেন ব্রুক। ৩৫ বলে ৫৭ রানের জুটি গড়েন তারা। এরপরই নামে বৃষ্টি। তখন ইংল্যান্ডের রান ৩৭.৪ ওভারে ৪ উইকেটে ২৫৪। এরপর আর কোনো খেলা শুরু না হওয়ায় ডিএলএস পদ্ধতিতে ৬৪ রানে জেতে ইংল্যান্ড। লিভিংস্টোন ২০ বলে ৩৩ এবং ব্রুক ৯৪ বলে ১১০ রানে অপরাজিত থাকেন। ওয়ানডেতে এটি ব্রুকের প্রথম সেঞ্চুরি। এর মাধ্যমে ইংলিশ অধিনায়ক হিসেবে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ডটি করে ফেললেন তিনি। ২৫ বছর ২১৫ দিন বয়সী ব্রুক ভেঙেছেন অ্যালিস্টার কুকের রেকর্ড (২৬ বছর ১৯০ দিন)।
ইংল্যান্ড তৃতীয় ম্যাচ জেতায় জমে উঠল চলমান এই সিরিজ। ৩ ম্যাচ পর অস্ট্রেলিয়া এগিয়ে ২-১ ব্যবধানে। আগামী শুক্রবার লর্ডসে চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।