ডেভিস কাপের স্পেন দলে নাদাল

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:১২
শেয়ার :
ডেভিস কাপের স্পেন দলে নাদাল

দীর্ঘ সময় চোটে ভোগা রাফায়েল নাদালকে নিয়েই ডেভিস কাপের দল সাজালো স্পেন। যদিও সাম্প্রতি ইউএস ওপেন এবং লেভার কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।

নাদাল সবশেষ সাতটি গ্র্যান্ড স্লাম লড়াইয়ে মাত্র একটিতে অংশগ্রহণ করেছেন। যেখানে ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নাদালের সঙ্গে পাঁচ সদস্যের স্পেন দলে আছেন ফ্রেন্স ওপেন এবং উইম্বলডনজয়ী কার্লোস আলকারেজ।

প্যারিস অলিম্পিকে পুরুষদের দ্বৈতে আলকারাজের সঙ্গে জুটি বেঁধে কোয়ার্টার-ফাইনালে হারের পর থেকে আর কোর্টে নামেননি নাদাল।

স্পেন ডেভিস কাপের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। এটি শুরু হবে আগামী ১৯ নভেম্বর।