ব্যাটে-বলে দুরন্ত সাইফউদ্দিন, দল পেল বড় জয়

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৪
শেয়ার :
ব্যাটে-বলে দুরন্ত সাইফউদ্দিন, দল পেল বড় জয়

যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে দারুণ খেলছেন বাংলাদেশি অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। লডারডেল লায়ন্সের বিপক্ষে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে আটলান্টা ফায়ারসকে জয় এনে দিয়েছেন এই তারকা। 

গতকাল রবিবার লডারডেলকে ৭৪ রানে হারিয়েছে সাইফউদ্দিনের আটলান্টা। প্রথমে ব্যাটিং করে সাইফউদ্দিনের দল। ব্যাট হাতে মাত্র ১৮ বলে ৩২ রান করেন বাংলাদেশি এই ক্রিকেটার। পরে বল হাতে ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৩৬ রান করে আটলান্টা। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের বেশি করতে পারেনি লডারডেল। 

এদিন আটলান্টার হয়ে ওপেনিংয়ে দুর্দান্ত জুটি গড়েন স্টিভ টেইলর ও রাজদীপ দরবার। মাত্র ১২.৫ ওভারে ১৬০ রান যোগ করেন এই দুজন। এরপরই মাঠে নামেন সাইফউদ্দিন। টেইলরের সঙ্গে ৩১ বলের জুটিতে ৬১ রান যোগ করেন তিনি। দলীয় ২২১ রানে বিদায় নেন টেইলর। তার আগেই পূরণ করেন নিজের সেঞ্চুরি। মাত্র ৬১ বলে ১১২ রান করেন টেইলরর। পরের ওভারে ফেরেন সাইফউদ্দিনও। ১৮ বলে ২টি চার ও ৩টি ছয়ে ৩২ রান করেন তিনি। 

বিশাল লক্ষ্য তাড়া করতে নামা লডারডেল শিবিরে প্রথম আঘাতই হানেন সাইফউদ্দিন। ত্যাগনারায়ন চন্দরপলকে প্রথম বলেই সরাসরি বোল্ড করেন তিনি। দ্বিতীয় উইকেট ঈসাহ রাজা এবং দিনো চুয়েনাম ৩৭ বলে ৫৩ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে এই দুজনের আউটের পর আর কেউই দলের হাল ধরতে পারেননি। প্রথম বলে চন্দরপলকে ফেরানো সাইফউদ্দিন পরে পেস্তানোকেও প্যাভিলিয়নের পথ দেখান। তাতে ১৬২ রানে থামে লডারডেল।