ভিয়ারিয়ালকে উড়িয়ে টানা ৬ জয় বার্সার, লেভানদোভস্কির আক্ষেপ
লা লিগায় টানা ৫ ম্যাচ জয়ের পর গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে মোনাকোর বিপক্ষে ২-১ গোলে হেরে যায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। লা লিগায় তাদের ষষ্ঠ ম্যাচে ভিয়ারিয়ালের ওপর দিয়ে যেন সেই ক্ষোভ মেটাল হ্যান্সি ফ্লিকের দল। গুনে গুনে ৫ বার ভিয়ারিয়ালের জালে বল জড়িয়েছে কাতালানরা। রবিবার রাতে বার্সার জয় এসেছে ৫-১ গোলে।
তবে বার্সেলোনার এমন দুর্দান্ত জয়েও আক্ষেপ রয়ে গেল রবার্তো লেভানদোভস্কির। প্রথমার্ধেই জোড়া গোল দিয়েছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে পেনাল্টির সুযোগ পেয়ে সম্ভাবনা জাগে হ্যাটট্রিকের। তবে পেনাল্টি মিস করে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন এই পোলিশ স্ট্রাইকার। বাকি ৩ গোলের দুইটি আসে রাফিনিয়া ও একটি আসে পাবলো তোরের থেকে।
এই নিয়ে লিগের সবশেষ ম্যাচে মোট ১৬ গোল করল বার্সেলোনা। আর হজম করেছে মাত্র দুইটি। তবে দারুণ এই জয়ের রাতেও দলটির জন্য খারাপ খবর হচ্ছে গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগানের চোট। হাঁটুর চোটে পড়ে প্রথমার্ধেই স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। মাঠের বাইরে দীর্ঘদিন থাকতে হতে পারে তাকে।
ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে প্রথমে সুযোগ পেয়েছিল বার্সাই। ষষ্ঠ মিনিটে সতীর্থের থেকে ক্রস পেলেও হেড করে বল জালে জড়াতে পারেননি নিকোলাস পেপে। ৮ম মিনিটের মাথায় বার্সেলোনার জালে বল জড়িয়েছিলেন ইয়েরেমি পিনে। তবে অফসাইডের কারণে গোল বাতিল হয়।
বার্সার সুযোগ আসে ১২তম মিনিটে। তবে লামিনে ইয়ামালের শট ফিরিয়ে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক। ১৭তম মিনিটেও গোলের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ইয়ামাল। অবশেষে ২০তম মিনিটে গোলের দেখা পায় বার্সা। পাবলো তোরের বক্সে বাড়ানো থ্রু বল ধরে দারুণ শটে গোল করেন লেভানদোভস্কি। পোলিশ এই স্ট্রাইকার দ্বিতীয় গোল পান ৩৫তম মিনিটে। ইয়ামালের ক্রসে এরিক গার্সিয়া হেড দিলেও ফিরিয়ে দিয়েছিলেন ভিয়ারিয়াল গোলরক্ষক। তবে ওভারহেড কিকে গোল পান লেভানদোভস্কি।
দুই মিনিট পরই ব্যবধান কমায় ভিয়ারিয়াল। পেপের পাসে গোল দিয়ে দেন পেরেস। ৪৪তম মিনিটে প্রতিপক্ষের কর্নারে লাফিয়ে বাজেভাবে মাটিতে পড়ে যান এই জার্মান। মাঠে প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। ম্যাচের ৫৮তম মিনিটে ব্যবধান বাড়ান তোরে। পেদ্রির পাসে বক্সের বাইরে থেকে তার নেওয়া জোরালো শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগেও ঢুকে যায় জালে। ৬৪তম মিনিটে ইয়ামাল ফাউল হলে পেনাল্টির সিদ্ধান্ত জানান রেফারি। তবে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও হারান লেভানদোভস্কি। রাফিনিয়া জোড়া গোল দেন ম্যাচের ৭৪তম ও ৮৩তম মিনিটে।
৬ ম্যাচে বার্সার পয়েন্ট এখন ১৮। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর ১১ পয়েন্ট নিয়ে পাঁচে ভিয়ারিয়াল।