ভারতের কাছে হেরে বাংলাদেশের যে ক্ষতি

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৫
শেয়ার :
ভারতের কাছে হেরে বাংলাদেশের যে ক্ষতি

মাস না ঘুরতেই মুদ্রার এপিঠ-ওপিঠ দেখল বাংলাদেশ ক্রিকেট দল। গত ৩ সেপ্টেম্বর শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে রীতিমতো উড়ছিল নাজমুল হোসেন শান্তর দল। তবে ভারতের বিপক্ষে আজ চেন্নাই টেস্টে বড় ব্যবধানে হারল তারা। যদিও ২ ম্যাচের সিরিজের একটি ম্যাচ এখনো বাকি। 

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টেস্টের চলমান প্রতিযোগিতা ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫’ চক্রের পয়েন্ট টেবিলে বেশ ভালো অবস্থানে চলে গিয়েছিল বাংলাদেশ। শান মাসুদের দলকে উড়িয়ে টেবিলের সাত নম্বর থেকে উঠে গিয়েছিল ৪ নম্বর স্থানে। তবে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে হেরে আবারও পেছাল বাংলাদেশ। 

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে দুই ধাপ অবনতি হয়েছে টাইগারদের। চার থেকে ছয়ে নেমে গেছেন নাজমুল হোসেন শান্তরা। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে বাংলাদেশের পয়েন্টের শতাংশ এখন ৩৯.৮৯। বাংলাদেশের নিচে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এদের মধ্যে ৬ ম্যাচ খেলা দক্ষিণ আফ্রিকার ৩৯.৮৯, ৭ ম্যাচ খেলা পাকিস্তানের ১৯.০৫ ও ৯ ম্যাচ খেলা ওয়েস্ট ইন্ডিজের ১৮.৫২ শতাংশ পয়েন্ট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আগে থেকেই এক নম্বরে ছিল ভারত। তবে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়ার পর দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান বাড়ল রোহিত শর্মার দলের। 

৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে চেন্নাই টেস্ট শুরু করা ভারতের বর্তমান শতাংশ পয়েন্ট ৭১.৬৭। ১০ ম্যাচ খেলে ৭ জয়, ২ হার ও একটি ড্র তাদের। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার ১২ ম্যাচে ৬২.৫০ শতাংশ পয়েন্ট, তিনে থাকা নিউজিল্যান্ডের ৬ ম্যাচে পয়েন্টের শতাংশ ৫০.০০। চারে থাকা শ্রীলঙ্কা ও পাঁচে থাকা ইংল্যান্ডের পয়েন্টের শতাংশ যথাক্রমে ৪২.৮৬ ও ৪২.১৯।