বাংলাদেশকে হারিয়ে ৯২ বছরের আক্ষেপ ঘুচল ভারতের
চেন্নাইতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ২৮০ রানের বড় জয় পেয়েছে স্বাগতিক ভারত। দুর্দান্ত এই জয়ে ৯২ বছরের একটি আক্ষেপ ঘুচল ভারতের। টেস্টে এই প্রথমবারের মতো পরাজয়ের চেয়ে জয়ের সংখ্যা বেশি হলো দেশটির।
১৯৩২ সালে সর্বপ্রথম দীর্ঘ সংস্করণের ক্রিকেট টেস্ট খেলা শুরু করে ভারত। সিকে নাইডুর নেতৃত্বে ওই ম্যাচে খেলতে নেমে ১৫৮ রানের পরাজয় দেখে দেশটি। এরপর থেকে কখনোই টেস্টে পরাজয়ের চেয়ে জয়ের সংখ্যা বাড়াতে পারেনি বাংলাদেশের প্রতিবেশী দেশটি। চেন্নাই টেস্ট জয়ের মাধ্যমে সেই বৃত্ত থেকে বেরিয়ে এল ভারত।
বাংলাদেশের বিপক্ষে পাওয়া এই জয় টেস্টে ভারতের ১৭৯তম। এই সংস্করণে ৫৮১ ম্যাচ খেলে ভারতের হার ১৭৮ ম্যাচে। তবে ভারতই হারের চেয়ে বেশি জয় পাওয়া একমাত্র দল নয়। পরাজয়ের চেয়ে জয়ের সংখ্যায় আগে থেকেই এগিয়ে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মতো দলগুলো।
টেস্টে পরাজয়ের চেয়ে জয় বেশি যেসব দেশের (ম্যাচ)
অস্ট্রেলিয়া: জয় ৪১৪; পরাজয় ২৩২
ইংল্যান্ড: জয় ৩৯৭;পরাজয় ৩২৫
দক্ষিণ আফ্রিকা: জয় ১৭৯, পরাজয় ১৬১
ভারত: জয় ১৭৯; হার ১৭৮
পাকিস্তান: জয় ১৪৮; হার ১৪৪