বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করল ভারত

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৪
শেয়ার :
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করল ভারত

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে ভারত। চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচটিতে ২৮০ রানের বিশাল জয় পেয়েছে স্বাগতিকরা। এই টেস্ট জয়ের পরপরই আজ দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্বাচক কমিটি। 

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টের মতো কানপুরে অনুষ্ঠেয় ম্যাচেও একই দল রেখেছে ভারত। যদিও চেন্নাইয়ে বিবর্ণ পারফর্ম করা লোকেশ রাহুলকে বাদ দেওয়ার গুঞ্জন উঠেছিল, তবে তাকে আরও একটি সুযোগ দিতে চায় বিসিসিআই। এখন দেখার বিষয় একাদশে তিনি না সরফরাজ খান থাকেন। 

দ্বিতীয় টেস্টে ভারতের স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মো. সিরাজ, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ ও যশ দয়াল। 

প্রথম টেস্টে অশ্বিনের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে উড়ে গিয়েছে বাংলাদেশ। অশ্বিনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৭৬ রান করে অলআউট হয় ভারত। যেখানে মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। ফলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রানে। তবে রবিচন্দ্রন অশ্বিনের তোপে ২৩৪ রানের বেশি করতে পারেনি টাইগাররা। ৮৮ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেন তিনি।