ছক্কা হাঁকাতে কী প্রয়োজন, তামিম-শাস্ত্রীর কথার লড়াই
চেন্নাই টেস্টে লড়ছে বাংলাদেশ ও ভারত। ধারাভাষ্যকক্ষে কথার লড়াইয়ে মেতেছেন ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী ও বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। আজ ম্যাচের তৃতীয় দিনের সকালে বাংলাদেশের বোলারদের বিপক্ষে বেশ কয়েকটি ছক্কা হাঁকান ভারতের দুই সেঞ্চুরিয়ান ঋশাভ পন্থ ও শুভমান গিল। এরপরই জমে ওঠে তামিম-শাস্ত্রীর কথার লড়াই।
ছক্কা হাঁকানোর প্রসঙ্গে তামিম গুরুত্ব দিয়েছেন ‘মাসল পাওয়ার’-এর (বাহুর শক্তি) ওপর। তার মতে, টেস্ট ক্রিকেটে ছক্কা হাঁকাতে এটিই সবচেয়ে বেশি প্রয়োজন। এসময় তিনি উল্লেখ করেন ব্যাটিংয়ের সময় পন্থের নিচে থাকা হাতের কথা।
তবে তামিমের কথার সঙ্গে একমত হননি শাস্ত্রী। ভারতের সাবেক এই কোচের মতে, ছক্কা হাঁকাতে ‘মাসল পাওয়ার’-এর চেয়ে বেশি প্রয়োজন টেকনিক বা দক্ষতা। এ সময় তিনি পন্থ ও গিলের দক্ষতার কথা উল্লেখ করেন।
নিজের যুক্তিকে আরও মজবুত করতে শাস্ত্রী টেনে আনেন তামিমের খেলোয়াড়ি জীবনও। তামিমকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তুমি অভিযোগ করছো কেন? তুমি আর্নল্ড শোয়ার্জনেগার (বডিবিল্ডার) নও এবং তুমি বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছো! ৪১ ছক্কা!’’
সবশেষ গত বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তামিম ইকবাল। টেস্টের ১৩৪ ইনিংসে তামিমের রান ৫ হাজার ১৩৪। এই সময়ে ৪১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। বাংলাদেশিদের মধ্যে তার পরের স্থানে আছেন মুশফিকুর রহমান। খেলোয়াড়ি জীবনে অবশ্য শাস্ত্রীর ছক্কার সংখ্যা বেশ কম। ১২১ ইনিংসে তিনি হাঁকিয়েছেন ২২টি ছক্কা।
উল্লেখ্য, টেস্টে এখনো পর্যন্ত ৪৮ ইনিংসে শুভমান গিলের ছক্কার সংখ্যা ২৭টি। অন্যদিকে, ঋশাভ পন্থ এই তালিকায় বেশ ওপরের দিকে। টেস্টে ৫৮ ইনিংসে এই উইকেটকিপার ব্যাটারের ছক্কাই ৫৯টি। ছক্কা হাঁকানোয় ভারতীয়দের মধ্যে এরই মধ্যে সপ্তম স্থানে তিনি। টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে বেশি ৯০ ছক্কা বীরেন্দর শেবাগের।