শান্ত’র ফিফটিতে ব্যবধান কমিয়ে দিন শেষ করল বাংলাদেশ
চেন্নাইয়ের ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিনের বলে স্কয়ার লেগের ওপর দিয়ে উড়িয়ে মারলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছক্কা মেরে হাফ সেঞ্চুরিতে পৌঁছে গেলেন বাংলাদেশ অধিনায়ক। এই মাইলফলক স্পর্শ খেলতে তিনি নিলেন মাত্র ৫৫ বল। তবে এমন ইতিবাচক ব্যাটিংয়ের দিনেও দেড় শ রানের আগে ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। তাতে অবশ্য জয়ের লক্ষ্য থেকে কমেছে ব্যবধান। পরে আলোক স্বল্পতার কারণে প্রথমে খেলা বন্ধু ও পরে দিনের খেলা শেষ করার ঘোষণা দেন আম্পায়াররা।
ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে বাংলাদেশের জয়ের আশা নেই বললেই চলে। প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানেই অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৭ রানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে বাংলাদেশের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রানে। বিশাল এই লক্ষ্য তাড়ায় ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে দিন দিন শেষ করেছে বাংলাদেশ। জয়ের থেকে এখনো ৩৫৭ রান দূরে টাইগাররা।
গতকালের ৩ উইকেট হারিয়ে ৮১ রান নিয়ে আজ তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে ভারত। এদিন দুর্দান্ত ব্যাটিং করেন ঋশাভ পন্থ ও শুভমান গিল। দুজনেই পেয়েছেন সেঞ্চুরি। মেহেদী হাসান মিরাজের বলে আউট হওয়ার আগে ১২৮ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় ১০৯ রান করেন পন্থ। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। চতুর্থ উইকেট জুটিতে শুভমান গিলের সঙ্গে ২১৭ বলে ১৬৭ রানের জুটি গড়েন তিনি।
পন্থ আউট হলেও লোকেশ রাহুলকে নিয়ে উইকেটে অপরাজিত ছিলেন গিল। ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরির দেখা পান তিনি। ১৭৬ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত থাকেন। তাতে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রানে ইনিংস ঘোষণা করলে ৫১৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।
পাহাড়সম লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশে। জাকির হাসান ও সাদমান ইসলামের ওপেনিং জুটিতে আসে ৬২ রান। ভারতের বিপক্ষে তাদের মাটিতে টেস্টে এটিই সর্বোচ্চ ওপেনিং রানের জুটি। তবে ভালো শুরু করেও সেটি ধরে রাখতে পারেননি তারা। দলীয় ৬২ রানে জাকির হাসানকে ফেরান জাসপ্রিত বুমরাহ। ৪৭ বলে ৩৩ রান করেন তিনি। আরেক ওপেনার সাদমান ৩৫ রান করে ফেরেন অশ্বিনের বলে। তিনে নেমে দারুণ ব্যাটিং করতে থাকেন শান্ত। সাদমানের ফেরার পর মুমিনুলও সেট হয়ে আউট হয়েছেন দলীয় ১২৪ রানে তৃতীয় ব্যাটার হিসেবে প্যাভিলিয়নের পথ ধরা মুমিনুল করেছেন ১৩ রান। পাঁচে নেমে মুশফিক চার-ছক্কায় দারুণ শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩ রান করে দলীয় ১৪৬ রানে আউট হন তিনি।
এরপর জুটি বাধেন শান্ত ও সাকিব। এই সময়ে হাফ সেঞ্চুরিও পেয়ে যান বাংলাদেশ অধিনায়ক। টেস্টে ১০ ইনিংস পর ফিফটি পেলেন তিনি। এর আগে গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চাশের দেখা পেয়েছিলেন তিনি। সেই ইনিংসে পরে সেঞ্চুরিও করেন তিনি। টেস্টে আজকের ফিফটি শান্তর ক্যারিয়ারের চতুর্থ। ফিফটি করা শান্ত অপরাজিত ছিলেন ৬০ বলে ৫১ রান করে। আরেক পাশে ১২ বলে ৫ রান নিয়ে অপরাজিত সাকিব। পরেে বাজে আবহাওয়ার কারণে বন্ধ হয়ে যায় দিনের খেলা।